মুন্সীগঞ্জে করোনা প্রতিরোধ ঔষধ বিতরণ

মুন্সীগঞ্জে পুলিশের এডিশনাল আইজিপি মাহবুব হোসেনের ব্যক্তিগত উদ্যোগে করোনা প্রতিরোধক হিসেবে হোমিওপ্যাথিক ঔষধ বিতরণ করা হয়েছে।শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার মহাখালী ইউনিয়নের উত্তর কেওয়ার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে, মধ্য কেওয়ার, নুরাইতলি ও শাতানীখিল বাজার এলাকায় প্রায় ৩ হাজার পরিবারের মাঝে এই ঔষধ বিতরণ করা হয়।

বাংলাদেশ মোবাইল ফোন ডিষ্ট্রিবিউটর ওয়েলফেয়ার এসোসিয়েশন এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সোহেল আনোয়ার এর সহযোগীতায় আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মুন্সীগঞ্জ জেলর সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, জেলা সেচ্ছাসেবক লীগের সনিয়ির সহ-

সভাপতি সুমন দেওয়ান, সদর থানা ছাএলীগ সহ সভাপতি শরীফ হোসনে, মহাকালি ইউনিয়ন আওয়ামী লীগ সেক্রেটারি নজরুল ইসলাম, সাবেক প্যানেল চেয়ারম্যান আলমগীর মিজি, ওয়ার্ড আওয়ামী লীগ সমাজ সেবক সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নতো রতন দেওয়ান, শারমিন জাহান, কনিকা প্রমুখ।

আরু পড়ুন=নিউইয়র্ক শহরের এক বৃষ্টিভেজা সকাল। এমনদিনে নিজেদের প্রে’মের বার্তা বিশ্বের কাছে পৌঁছে দিতে বেছে নিয়েছেন প্রে’মিকা যুগল। বিয়ের আগে প্রিওয়েডিং ফোটো স্যুটের উদ্দেশ্যে ছাতার নীচে তুলেছেন একাধিক ছবি।কখনো আলি’ঙ্গনাবদ্ধ হয়ে তো কখনো চুম্বনরত অবস্থায়। আর সেই ছবি টুইটারে পোস্ট হতেই মুহূর্তে ভাই’রাল হয়ে যায় তা। যার ক্যাপসানে লেখা ‘অ্যা নিউইয়র্ক লাভ স্টোরি’।ভিন ধ’র্মী এক পা’কিস্তানী ও ভা’রতীয় নারীর এসব প্রে’মের ছবি আলোচনার ঝড় তুলেছে

সামাজিক যোগযোগ মাধ্যমে। জানা গেছে, পা’কিস্তানী মু’সলিম নারীর নাম সান্দাস মালিক এবং ভা’রতীয় হিন্দু নারী অঞ্জলি চক্র।দীর্ঘদিন প্রে’মের পর বিয়ে করতে চলেছেন তারা। টুইটার ছাড়াও ইন্সটাগ্রামে এই ছবি পোস্ট করেছেন সান্দাস মালিক। যার ক্যাপশনে লেখা, ‘সাধারণত ওর কূর্তার লেহেঙ্গা আমিই হয়ে থাকি। কিন্তু দুই পরিবারকে মিলিয়ে বিয়ের আয়োজনটা কিছুটা হলেও ক’ষ্টের ছিল।’