ভোলায় জেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম চৌধুরী পাপন এর বিরুদ্ধে তার আপন ছোট বোনকে নির্যাতনের পাশাপাশি জাল ওয়ারিশ সনদ তৈরি করে সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে ভোলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে ছাত্রলীগ সভাপতির একমাত্র ছোট বোন পাপিয়া চৌধুরী এই অভিযোগ করেন।
তিনি বলেন, ২০১৬ সালে বাবা বাবুল চৌধুরী মারা যাওয়ার পরে আমার বড় ভাই পাপন চৌধুরী ছাত্রলীগ এর ক্ষমতার অপব্যবহার করে গোপনে ভোলা পৌরসভা থেকে ভুয়া ওয়ারিশ সনদ করে সব সম্পত্তি নিজের নামে নেয়ার চেষ্টা করে। তাই বাবার সম্পত্তি ফিরে পাওয়ার পাশাপাশি পাষন্ড ভাইয়ের নিযার্তনের বিচার দাবি করছি।
জানা যায়, এ ঘটনায় তার বোন বাদি হয়ে গত ১ নভেম্বর ভোলা থানায় মামলা করলেও পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি। উল্টো মামলা করায় পাপনের পক্ষ থেকে তাদের চাচা আলামিন চৌধুরী হুমকি দিচ্ছে। এমনকি মামলা তুলে নিতে চাপ দিচ্ছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ,পাপিয়ার স্বামী মো. মাজেদু রহমান ও তাদের সন্তান।
আরও পড়ুন=লকডাউনে নিজের পানভেলের ফার্মহাউসে অনেকটা সময় কাটানোর পরে মুম্বই ফিরেই ‘বিগ বস’-এর চলতি সিজন হোস্ট করতে শুরু করেছিলেন সালমান খান। এ বার পরপর ছবির কাজ জোরকদমে শুরু করেছেন তিনি। ‘অন্তিম’ ছবিতে এক পঞ্জাবি পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে সালমান খানকে।
‘রাধে: ইয়োর মোস্ট ওয়ন্টেড ভাই’-এর কাজ শেষ করে চলতি মাসেই সালমান শুটিং শুরু করতে চলেছেন এই নতুন ছবির, যা পরিচালনার দায়িত্বে রয়েছেন মহেশ মঞ্জরেকর।ছবিতে পুলিশ অফিসার সালমানের প্রতিপক্ষ গ্যাংস্টারের ভূমিকায় দেখা যাবে তাঁরই ভগিনীপতি আয়ুষ শর্মাকে। তাঁকে সালমান ইন্ডাস্ট্রিতে লঞ্চ করেছিলেন।
এ বার মেন্টরের সঙ্গেই পর্দায় টক্কর দেবেন আয়ুষ। মুম্বইয়ের এক স্টুডিয়োয় গ্রামের সেট তৈরি হয়েছে, যেখানে ১৫ নভেম্বর থেকে শুটিং হবে কিছু অ্যাকশন দৃশ্যের।মরাঠি ছবি ‘মুলশী প্যাটার্ন’-এর হিন্দি রিমেক এই গ্যাংস্টার-ড্রামা, যার কাজ চলবে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত। তার পরে টাইগার ফ্র্যাঞ্চাইজ়ির আগামী ছবিতে হাত দেবেন সালমান। ‘কিক টু’ও রয়েছে তাঁর হাতে।