সৈয়দপুরে অল্পের জন্য রক্ষা পেলেন নভোএয়ারের ৬৭ যাত্রী!

রানওয়েতে নামার সময় বিমানটির সামনের একটি চাকা ব্লক হয়ে প্রচণ্ড ঝাঁকুনিসহ থেমে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত বিমানটির চাকা মেরামত করার কাজ করছে কর্তৃপক্ষ। এ কারণে বিমান চলাচল আপাতত বন্ধ রয়েছে।বিমান যাত্রী সূত্রে জানা যায়, বিমানটি থামার পূর্বে প্রচণ্ড ঝাঁকুনির কারণে এবং ভেতরে ত্রুটির ঘোষণায় যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। হুড়াহুড়ি করে নামতে যেয়ে অনেক যাত্রী সামান্য আহত হয়।

ঢাকা থেকে আসা ওই বিমানের যাত্রী আজিজুর রহমান দুলু জানান, অবতরণের পর বিমানটির চাকা নষ্ট হয়ে যায়। আমাদের কোনো ক্ষতি না হলেও যাত্রীদের মধ্যে হুড়াহুড়ি, ছোটাছুটির পরিবেশ সৃষ্টি হয়। এতে কয়েকজন আহত হন। শেষ পর্যন্ত নিরাপদে নামতে পেরেছি আমরা।সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ জানান, রানওয়েতে বিমানটি রয়েছে। বিমানের যাত্রীরা নিরাপদে নেমে চলে গেছেন। চাকাটি ঠিক করার কাজ চলছে।