বিমানের টরন্টো ফ্লাইটের ভাড়া ১ লাখ ৮০ হাজার টাকা

আগামী ২৭ জুলাই থেকে ঢাকা-টরন্টো-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনার দিনক্ষণ চূড়ান্ত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফ্লাইটের রিটার্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮০ হাজার টাকা।তবে রুটটি চালুর আগে বিমান জানিয়েছিল রিটার্ন টিকিটের ভাড়া ১ লাখ ২৮ হাজার টাকা ভাড়া নির্ধারণ করা হবে।

রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক-জনসংযোগ (জিএম-পিআর) তাহেরা খন্দকার জানান, ঢাকা থেকে টরন্টো রুটে ইকোনমি ক্লাসে ১৫ শতাংশ ডিসকাউন্টসহ একমুখী ভাড়া (ট্যাক্সসহ) ৯০ হাজার ৫১০ টাকা থেকে শুরু এবং ১৫ শতাংশ ডিসকাউন্ট দিয়ে রিটার্ন টিকিটের সর্বনিম্ন মূল্য ট্যাক্সসহ ১ লাখ ৫৩ হাজার ৩৭০ টাকা।

সেই হিসাবে ডিসকাউন্ট বাদে টরন্টো রুটের রিটার্ন ভাড়া ১ লাখ ৮০ হাজার নির্ধারণ করা হয়েছে।তাহেরা খন্দকার জানান, যাত্রীরা ২০ জুলাই তারিখের মধ্যে এ রুটের টিকিট কিনলে বাংলাদেশ থেকে যাত্রা শুরুর ক্ষেত্রে (একমূখি ও রিটার্ন উভয়ক্ষেত্রে) টিকিটের মূল ভাড়ার ওপর এ ১৫ শতাংশ মূল্যছাড় পাবেন।