রমজানে অসহায় মানুষের পাশে শহীদ আফ্রিদি

এই রমজানে আপনি কি কোনো পরিবারকে সাহায্য করতে পারেন? মহামারি করোনাভাইরাসের এই সংকটে গৃহবন্দি হয়ে পড়া দিনমজুরদের সহায়তায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন শহীদ আফ্রিদি।

পাকিস্তানের সাবেক এই অধিনায়কের গড়া ফাউন্ডেশন দীর্ঘদিন ধরেই অসহায় মানুষের সাহায্য করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় পবিত্র রজমানের এই রহমতের মাসে অসহায় দিনমজুরদের সাহায্যে এগিয়ে এসেছেন আফ্রিদি।

শহীদ আফ্রিদি ফাউন্ডেশন ইউকের এক টুইটে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, করোনার মধ্যেই আফ্রিদি নিজ হাতে সুবিধাবঞ্চিত মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দিচ্ছেন।

সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে এমন একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে- এই রমজানে আপনি কি কোনো পরিবারকে সাহায্য করতে পারেন? পুরো বরকতময় মাসজুড়ে পাঁচ সদস্যের একটি পরিবারের জন্য মাত্র ৩০ ডলারই যথেষ্ট। আমরা পাকিস্তানের সবচেয়ে প্রত্যন্ত অঞ্চলের পরিবারগুলোতে তা পৌঁছে দিচ্ছি।