বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ার দুয়ার খুললো

ফের বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। দেশটির মন্ত্রিসভায় সব পেশার শ্রমিক নেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। এসময় বাংলাদেশ ছাড়াও আরও কয়েকটি দেশের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।দেশটির মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাভানান বলেন, সমঝোতা স্মারক স্বাক্ষরের পরপরই বাংলাদেশি কর্মী নেওয়া শুরু হবে।

এই শ্রমিকদের জন্য বাগান, কৃষি, উৎপাদন, পরিষেবা, খনি ও খনন, নির্মাণ এবং গৃহপরিচারকসহ বিভিন্ন খাত উন্মুক্ত থাকবে।স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মানুসারে মালয়েশিয়ায় যেতে ইচ্ছুকদের সে দেশে কোয়ারেন্টিনে থাকতে হতে পারে। এর আগে, গত শনিবার এক বিবৃতিতে ফেডারেশন অব মালয়েশিয়ান ম্যানুফ্যাকচারারস (এফএমএম) জানায়, শিল্পখাতে আগামী বছর নাগাদ তাদের ছয় লাখের বেশি শ্রমিক লাগবে। রপ্তানিভিত্তিক কোম্পানিগুলোতে এই শ্রমিকের প্রয়োজনীয়তা অনেক বেশি।