অবতরণের সময় পাখির আক্রমণ, অল্পের জন্য রক্ষা পেল বিমান

অবতরণের সময় হঠাৎ পাখির আক্রমণে অল্পের জন্য বিধ্বস্তের হাত থেকে রক্ষা পেয়েছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনের একটি বিমান।শুক্রবার করাচির আল্লামা ইকবাল বিমানবন্দরে এই ঘটনা ঘটে।স্থানীয় কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পাকিস্তান এয়ার লাইনের একটি বিমান গিলগিট থেকে লাহোর যাচ্ছিল।কিন্তু বিমানটি আল্লামা ইকবাল বিমানবন্দরে নামার সময় হঠাৎ এর সামনে একঝাঁক পাখি চলে আসে।

বিমানবন্দর সূত্র জানায়, বিমানটির পাইলট এই ঘটনা সঙ্গে সঙ্গে বিমান নিয়ন্ত্রণ টাওয়ারে অবহিত করেন।কন্ট্রোল টাওয়ার দ্রুত রানওয়ে পরিস্কার করতে পাখি শিকারি (বার্ড শুটার) পাঠায়। এরপর বিমানটি নিরাপদে অবতরণ করে।

পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত বিমান বিগত কয়েক বছরে বেশ কয়েকটি বড় দুর্ঘটনার মুখোমুখি হয়েছে।এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য দুটি ঘটনা হলো- ২০২০ সালের করাচির মডেল কলোনির বিমান দুর্ঘটনা যাতে বিমানের ৯৭ জন যাত্রী নিহত হয়।অন্যটি ২০১৬ সালের হাভেলিয়ান বিমান দুর্ঘটনা, যাতে কোনো যাত্রীই জীবিত ছিল না।