রাজবাড়ীতে সাড়ে ৫ হাজার ইয়াবাসহ যুবক আটক

রাজবাড়ী: রাজবাড়ীতে ৫ হাজার ৫৮০টি ইয়াবা ট্যাবলেটসহ রাসেল কবিরাজ (১৮) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বুধবার (২ নভেম্বর) সকালে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানায় র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্প।আটক রাসেল জেলা শহরের বিনোদপুর কলেজপাড়া এলাকার মো. আলাল কবিরাজের ছেলে। সম্মেলনে ক্যাম্পটির কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার

শহিদুল ইসলাম আলম জানান, গোপন তথ্য পেয়ে জেলা শহরের রেলগেট মসজিদ গলির মোড় এলাকা থেকে রাসেলকে আটক করা হয়। তার কাছ থেকে ৫ হাজার ৫৮০টি ইয়াবা ট্যাবলেট, দুইটি মোবাইলফোন, দুইটি সিমকার্ড জব্দ করা হয়।এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও পাচার আইনে তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরো পড়ুন; আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনকালীন সরকার নিয়ে দেশে কোনো সংকট নেই, সংকট আছে বিএনপিতে এবং তাদের নেতৃত্বে ও সিদ্ধান্তে। তিনি রোববার সকালে রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে বিএনপি মহাসচিবের নির্বাচনকালীন সরকার নিয়ে যে সংকটের কথা বলেছেন তার জবাবে এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতাদের চাওয়া আর আবদারের কোনো

শেষ নেই। তারা কখনো নিরপেক্ষ সরকার, কখনো নির্বাচনকালীন সরকার, আবার কখনো তত্বাবধায়ক সরকার এবং মাঝে মাঝে জাতীয় সরকার নিয়ে কথা বলেন। আসলে বিএনপি নেতারা কি চান তা তারা নিজেরাও জানেন না। বিএনপি নেতাদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবারও বলেন, নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে, সরকারের অধীনে নয়; সরকার শুধু রুটিন দায়িত্ব পালন করবে।তিনি

বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান। নির্বাচনকালে স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালনে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করবে সরকার। ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন করে তত্ত্বাবধায়ক সরকারের যে কথা বলছেন, সেটি একটি মীমাংসিত বিষয়। সুতরাং এ নিয়ে নতুন করে আলোচনার কোনো সুযোগ নেই। সরকার।