পুরান ঢাকার অলিগলিতে এখনো পানি, দীর্ঘ হচ্ছে ভোগান্তি

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে রাজধানীতে সোমবার (২৪ অক্টোবর) প্রচুর বৃষ্টি হয়েছে। এতে বিভিন্ন এলাকার অলিগলিতে জমেছিল বৃষ্টির পানি। পুরান ঢাকায় ছিল একই চিত্র। মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধ্যায়ও পুরান ঢাকার অলিগলিতে পানি জমে থাকতে দেখা যায়। এতে দীর্ঘ হচ্ছে পানিবন্দি মানুষের ভোগান্তি।পুরান ঢাকার হোসনিদালান, নাজিমউদ্দিন রোড, নিমতলী, বংশাল এলাকা ঘুরে দেখা যায়, জমে থাকা বৃষ্টির পানি আজ সন্ধ্যায়ও সরেনি। সকালে খাবার হোটেল, বেডিংয়ের দোকানসহ বিভিন্ন

দোকানে ঢুকে যাওয়া বৃষ্টির পানি দিনভর পরিষ্কার করেছেন দোকানিরা। ফলে রাস্তায় চলাচলে সাধারণ মানুষের ভোগান্তি দীর্ঘ হচ্ছে।পুরান ঢাকার নিমতলীতে দেখা যায়, বেশ কয়েকটি অলিগলি থেকে এখনো নামেনি পানি। প্রয়োজন ছাড়া বাসিন্দারা ঘর থেকে বের হচ্ছেন না। যারা বের হচ্ছেন পানি জমে থাকায় পড়ছেন বিপাকে।নিমতলীতে রাজ্জাক নামে স্থানীয় এক বাসিন্দা জাগো নিউজকে বলেন,

গতকাল (সোমবার) থেকে এখনো পানি জমে আছে। কবে পানি সরবে জানি না। বৃষ্টি হলেই এখানে পানি জমে থাকে। সরকার এখানে কোনো কাজ করে না।নাজিমউদ্দিন রোডের চাঁনখারপুল স্কুলের গলির বাসিন্দা আসলাম জাগো নিউজকে বলেন, তিন মাস আগে এ এলাকায় ওঠেছি। এসে দেখি বৃষ্টি হলেই হাঁটুপানি জমে রাস্তায়। এখানে এসে অনেকটা বিপদে পড়েছি।

আগামী মাসেই এখান থেকে চলে যাবো।পুরান ঢাকার হোসনিদালান রোডে গিয়েও দেখা যায় একই চিত্র। অলিগলিতে পানি জমে থাকার পাশাপাশি মূল রাস্তায় এখনো পানি জমে আছে। বাসিন্দা কৌশেন জাগো নিউজকে বলেন, সোমবার সারাদিন বৃষ্টি হয়েছে। গতকাল থেকেই সড়কে পানি জমেছিল। একদিন পেরিয়ে গেলেও এখনো পানি সরেনি। মূল রাস্তায় এখনো পানি জমে আছে। অলিগলির পানি কখন নামবে বলা মুশকিল।