তামিমের চেয়ে ভালো ওপেনার একটাও নাই : পাপন

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এখনো সেরা ওপেনার তামিম ইকবাল খান। ২০০৭ সালের পর থেকে তিন ফরম্যাটে এককভাবে এই জায়গায় সফলতার সঙ্গে পার করে যাচ্ছেন তিনি। তামিমের মতো আরেকজন ওপেনার এখনো খুঁজে পায়নি বাংলাদেশের ক্রিকেট। এই জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন জনকে দিয়ে পরীক্ষা নিরিক্ষা করেও সফলতা মেলেনি। বার বারই ব্যর্থ হতে হয়েছে টিম ম্যানেজমেন্টকে। চলতি বিশ্বকাপের আগেই অভিমানে বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। তার জায়গা তিন তরুণকে দিয়ে এখনো সফলতা পায়নি বাংলাদেশ। দলের এমন পরিস্থিতির মুখে তামিমের চেয়ে ভালো ওপেনার আর কেউ নেই বলে মন্তব্য করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বিশ্বকাপের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরে দলের প্রধান কোচ ও অধিনায়কের সঙ্গে জুম মিটিংয়ে বসেন নাজমুল হাসান পাপন। এ সময় হারের বিভিন্ন কারণ খুঁজতে থাকেন তিনি। যা নিয়ে কোচ ও অধিনায়কের কাছে কড়া বার্তা দেন পাপন। সাকিব আল হাসানের কাছে দলের সবাইকে মানসিকভাবে প্রস্তুত রাখতেও পরামর্শ রাখেন তিনি।

বিশ্বকাপের শুরুতে তামিমের সরে যাওয়াটা কোচের সঙ্গে অভিমান, এমন গুঞ্জন রয়েছে বেশ। এ বিষয়ে প্রশ্ন করলে পাপন বলেন, ‘এখানে কার সাথে কি সমস্যা? থাকতেই পারে… একটা প্লেয়ারের সাথে একটা কোচের সমস্যা থাকতে পারে। একটা প্লেয়ারের সাথে আরেকটা প্লেয়ারের সমস্যা থাকতে পারে। এটা ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যখন দেশের জন্য খেলবে তখন সব ভুলে যেতে হবে। এখানে ইমোশনের জায়গা নেই। খেলতে নামলে সব ভুলে যেতে হবে। ’

তামিম যে বিশ্বকাপে খেলবেন না তা অনেক আগেই জানতেন পাপন। এমনটাই জানিয়ে তিনি বলেন, ‘একটা জিনিস আপনাদের বলতে পারি, তামিমের না খেলার ব্যাপারটা আপনারা জানার অনেক আগেই আমি জানি। এমনকি আমি ভেবেছিলাম আরও একজন খেলবে না। এরকম তথ্যও আমার কাছে ছিল। কিন্তু খেলছে। আমার কথা হচ্ছে এগুলা মনের মধ্যে রাখার তো কিছু নাই খেললে খেলবে না খেললে নাই। সোজা বলে দেবে। কিন্তু অভিমান করে বলে দেবে আমি খেলব না এটা আমার কাছে গ্রহণ যোগ্য না। কার সাথে অভিমান দেশের সাথে? এদেশেই তো থাকতেছে সে। এই ধরণের ইমোশনের আমার কাছে কোন জায়গা নেই। ’

‘আমার কথা হচ্ছে কেউ খেলতে চাইলে খেলবে না চাইলে খেলবে না। তবে একটা জিনিস সর্বশেষ বলে দিচ্ছি, যত ওপেনারই খেলুক না কেন তামিমের চেয়ে ভালো ওপেনার একটাও নাই। কে কি মনে করলো কিছুই যায় আসে না। কে কি মনে করলো এটা আমার জানার দরকার নাই। আমি আমার ব্যক্তিগত মতামত বলে রাখি তামিম ইজ দ্য বেস্ট ওপেনার এই ব্যাপারে কোনো সন্দেহ নাই,’যোগ করেন তিনি।

গত এক বছর ধরে ইনজুরির কারণে দলের বাইরে ছিলেন তামিম। তার জায়গা নাঈম শেখকে বিশ্বকাপের জন্য প্রস্তুত করে টিম ম্যানেজমেন্ট। কিন্তু দুটি প্রস্তুতি ম্যাচে খারাপ খেলে বিশ্বকাপের প্রথম ম্যাচে স্কোয়াডে জায়গা হারান তিনি। এমনটা কেন হলো এই প্রশ্নে বিসিবি প্রধান বলেন, ‘মিটিংয়ে আমার সাথে আকরামও ছিল। আকরাম ঠিক এই প্রশ্নটাই করেছে, যে নাঈমকে সারা বছর ধরে আপনি খেলালেন, ওয়ার্ল্ডকাপের জন্য প্রস্তুত করলেন তাহলে ওয়ার্ল্ডকাপে নাঈম নেই কেন? এ প্রশ্নটা করা হয়নি তা না, এই প্রশ্নটা আমার কাছেও ছিল। আসলে সমস্যাটা হচ্ছে কি নাঈম গেলে যে জিতে যেত এমন কোনো কথা না। ’