চাঁদার দাবিতে বিয়ে বাড়িতে তাণ্ডব, তৃতীয় লিঙ্গের ৪ জন গ্রেপ্তার

চাঁদার দাবিতে বিয়ে বাড়িতে তাণ্ডবের অভিযোগে তৃতীয় লি‌ঙ্গের চারজ‌ন‌কে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে মিরপুর মডেল থানার ৩ নম্বর সেকশনের ৮ নম্বর রোড থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- বৃষ্টি আফরিন (২৫), মধু (৩২), ঈশানী (২৫) ও সুমি (২২)। মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসীন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মিরপুর মডেল থানার ৩ নম্বর সেকশনের, সি ব্লক, ৮ নম্বর রোডে একটি বিয়ের অনুষ্ঠানের আয়োজন চলছিল। সেই তথ্য পেয়ে দুপুরে তৃতীয় লিঙ্গের ৪ জন সেখানে উপস্থিত হয়। বাড়িতে গিয়েই তারা ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা সেখানে চিৎকার চেঁচামেচি শুরু করেন।

পরবর্তীতে পাত্রী নিজে তৃতীয় লিঙ্গের ৪ জনকে ১৫শ টাকা দেন। কিন্তু এই টাকা পেয়ে তারা আরও বেশি চিৎকার চেঁচামেচি শুরু করে এবং বিভিন্ন অশ্লীল অঙ্গভঙ্গি করে। এ সময় ভয়ে ঘরের দরজা বন্ধ করে দেন পাত্রী। এতে তারা আরও ক্ষিপ্ত হয়ে যায়। তারা দরজায় ধাক্কা ও লাথি মারা শুরু করে। একপর্যায়ে সেই ঘর বাইরে থেকে বন্ধ করে

দিয়ে বিয়ে বাড়ির পাত্রীসহ অনেককে অবরুদ্ধ করে রাখেন তারা। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে এবং তৃতীয় লিঙ্গের ৪ জনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের দেওয়া সেই দেড় হাজার টাকাও জব্দ করা হয়। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।