২০ হাজার ভোটে এগিয়ে বাইডেন!

যুক্তরাষ্ট্রের নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি রাজ্য পেনসিলভানিয়ায় জো বাইডেন তার প্রতিদ্বন্দ্বী ট্রাম্পকে ছাড়িয়ে কয়েক হাজার ভোটের ব্যবধানে এগিয়ে গেছেন। জো বাইডেন যদি পেনসিলভানিয়ায় তার এই অবস্থান ধরে রাখতে পারেন তাহলে প্রেসিডেন্ট ট্রাম্পের পুনঃনির্বাচনের স্বপ্ন এখানেই ধসে পড়বে বলে মনে করা হয়। পেনসিলভানিয়ায় জয়লাভ ছাড়া কোনভাবেই প্রেসিডেন্ট ট্রাম্প জয়ের জন্য প্রয়োজনীয় ২৭০টি ইলেক্টোরাল কলেজ ভোট পাবেন না।

পেনসিলভানিয়ার ভোট গণনার হিসেবে এই নাটকীয় পরিবর্তনের পর জো বাইডেন এখন বিজয়ের দ্বারপ্রান্তে বলে মনে করা হচ্ছে। জো বাইডেন আরও তিনটি গুরুত্বপূর্ণ রাজ্য- জর্জিয়া, অ্যারিজোনা এবং নেভাডাতেও এগিয়ে আছেন। এবারের এই নির্বাচনী লড়াইয়ের শুরু থেকেই বলা হচ্ছিল, পেনসিলভানিয়াতেই আসলে নির্ধারিত হবে কে হোয়াইট হাউসের পরবর্তী বাসিন্দা হবেন।

২০১৬ সালের নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্প সেখানে বিজয়ী হয়েছিলেন হিলারি ক্লিনটনকে হারিয়ে। এবারও নির্বাচনের রাতের ভোট গণনায় তিন প্রায় ৫ লাখ ভোটের ব্যবধানে এগিয়ে ছিলেন। কিন্তু ডাকযোগে আসা ভোট গণনার কাজ শুরু হওয়ার পর পেনসিলভানিয়ায় তার সঙ্গে জো বাইডেনের ভোটের ব্যবধান কমে আসতে থাকে।জয়ের কাছাকাছি রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।

এখনও ভোট গণনা চলছে কয়েকটি সুইং স্টেটে। একইসঙ্গে ডাকযোগে পাওয়া ভোটও গণনা করা হচ্ছে। বিবিসি জানায়, পেনসিলভানিয়ায় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ২০ হাজার বেশি ভোটে এগিয়ে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, পেনসিলভানিয়ায় এখন পর্যন্ত মোট সম্ভাব্য ভোটের ৯৬ শতাংশ গণনা হয়েছে। এর মধ্যে জো বাইডেন ৪৯ দশমিক ৫ ও ডোনাল্ড ট্রাম্প ৪৯ দশমিক ২ শতাংশ ভোট পেয়েছেন। বাইডেন ট্রাম্প থেকে ১৯ হাজার ৫৮৪ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন।