জাতীয সংগীত গেয়ে জাতীয় পতাকার সম্মান রক্ষা করে জাতীয় পতাকা উত্তোলন ও পাঠদানের প্রতি শিক্ষকদের যত্নশীল হওয়ার প্রতি গুরুত্বারোপ করে পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি বলেছেন, শিক্ষা খাতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের উন্নয়ন অতুলনীয়। অবকাঠামোর উন্নয়নসহ প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ দানের ব্যবস্থা নিশ্চিত করেছেন সরকার।
তিনি আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের আরো উন্নয়ন করে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ঘোষনা দিয়েছেন। সেই লক্ষ্যেই স্মার্ট নাগরিক গড়ে তুলতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে স্মাট করে গড়ে তোলা হচ্ছে। সরকারী নীতিমালায় সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এমপি ভুক্ত করা হয়েছে।’ শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল
১০টার সময় শরীয়তপুরের সখিপুর থানার মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে স্থানীয় হাজী শরীয়তউল্লাহ কলেজ মাঠে অনুষ্ঠিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন তিনি।ভেদরগঞ্জ উপজেলা শিক্ষা কমিটির আয়োজনে ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ হুমায়ুন কবির মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষক
সমাবেশে অন্যদের মধ্যে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, ভেদরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম জাহাঙ্গীর আলম, ভেদরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেন সহ শিক্ষক প্রতিনিধিরা বক্তব্য রাখেন।শিক্ষক সমাবেশে সখিপুর থানার সকল শিক্ষা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৮শত ৬৫ জন শিক্ষক- শিক্ষিকা উপস্থিত ছিলেন।