দিনাজপুরের পার্বতীপুর উপজে’লার মোস্তফাপুর ইউনিয়নের মাদরাসা পরিচালক আজিজুর রহমান (২৮)। তার খপ্পড়ে পড়ে সর্বস্ব হারিয়ে অবশেষে স্বামী সন্তানের স্বীকৃতি ও ন্যায় বিচারের দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন জান্নাতুন ফেরদৌস (১৯) নামে এক তরুণী। তিনি দিনাজপুরের একটি প্রতিষ্ঠানে আর্কিটেকচার বিভাগের ডিপ্লোমা’র চতুর্থ বর্ষে অধ্যায়নরত।
জানা যায়, দিনাজপুরে জে’লা শহরে লেখাপাড়ার সুবাদে ২০১৭ সালের মাঝামাঝি সময়ে মোমিনপুর ইউনিয়নের মৃ’ত লাল মিয়ার মে’য়ে জান্নাতুন ফেরদৌসের সাথে মুঠোফোনে পরিচয় হয় আজিজুর রহমান সুমনের। পরিচয়ের কিছুদিন পর আজিজুরের প্রে’মের ফাঁদে পড়ে
জান্নাতুন। এক পর্যায়ে পরিবারের প্রথম স্ত্রী’র সাথে তালাক হয়েছে এমন কথায় মন ভুলিয়ে জান্নাতুনকে গো’পনে বিয়ে করে।পরে দ্বিতীয় স্ত্রী’কে নিয়ে দিনাজপুরে ভাড়া বাড়িতে ওঠেন স্বামী আজিজুর। এর কিছুদিন পরে এই দম্পতির কোলজুড়ে আসে কন্যা সন্তান সুমাইয়া তাবাচ্ছুম সেবা। এখন তার বয়স দেড় বছর।
জান্নাতুন ফেরদৌস এ প্রতিনিধিকে বলেন, আমি জন্মের পর বাবাকে হারিয়ে আমাদের ঠাঁই হয়েছে খালা-খালুর বাড়িতে। মাকে নিয়ে সেখানেই থাকি। দিনাজপুরে লেখাপড়ার সুবাদে মোবাইলে পরিচয়ের পর আজিজুর রহমানের সাথে আমা’র গো’পনে বিয়ে হয়। আমা’র কন্যা সন্তান জন্মের পর বিয়ের ঘটনাটি পারিবারিকভাবে জানানোর কথা বললেই উভ’য়ের মধ্যে মনোমালিন্য ঘটে। এর পর প্রথমে আমাকে স্ত্রী’ হিসেবে অস্বীকার করলেও গত শুক্রবার আমা’র কাছে তালাকনামা পাঠিয়েছে আজিজুর।
২০১৭ সালের ১ ডিসেম্বর বিয়ের সময় দেন মোহর করা হয়েছিল ৩ লাখ ৮২ হাজার টাকা। কিন্তু আজিজুর একটি নিকাহ নামা তৈরি করেছে যেখানে দেনমোহর ৯০ হাজার টাকা উল্লেখ করা হয়। এর মধ্যে স্বর্ণালঙ্কার বাবদ যে ৫০ হাজার টাকা পরিশোধের কথা বলা হয়েছে সেটিও মি’থ্যে বলে দাবি করেন জান্নাতুন। স্বামী সন্তানের স্বীকৃতি না পেলে আত্মহ’ত্যা ছাড়া আর কোনো পথ নেই বলে কা’ন্নাজ’ড়িত কণ্ঠে উল্লেখ করেন জান্নাতুন।অ’ভিযু’ক্ত আজিজুর রহমান সুমন বলেন, আমা’র মতের বি’রুদ্ধে চলাসহ নানা কারণে বিধি মোতাবেক স্ত্রী’ জান্নাতুনকে তালাক দিয়েছি। তার বি’রুদ্ধে আনা অ’ভিযোগ মিথ্যা বলে জানান আজিজুর।