মহানবী মুহাম্মদ (সা.)-এর ব্য’ঙ্গচিত্র প্রকাশের নি’ন্দা জানিয়ে তা মু’সলিমদের মতো খ্রিস্টানদের জন্যও অব’মাননাকর বলে জানিয়েছেন ফ্রান্সের টুলুস শহরের আর্চবিশপ রবার্ট লিগল। ফ্রান্সের ব্লু রেডিওকে দেওয়া এক সাক্ষাতকারে আর্চবিশপ রবার্চ লিগল নিস শহরের নটর’ডেম গির্জায় সংঘটিত হ’ত্যাকাণ্ডের উল্লেখ করে এটিকে ম’র্মান্তিক ঘটনা বলে আখ্যায়িত করেন তিনি। মহানবী মুহাম্মদ (সা.)-এর ব্য’ঙ্গচিত্র
প্রকাশের বি’রোধিতা করে তিনি বলেন, ‘তা অত্যন্ত গু’রুতর বি’ষয়। বি’ষয়টি আ’গুনের তৈল ঢালার মতো।’তিনি আরো বলেন, ‘এ ধরনের ব্য’ঙ্গচিত্র মু’সলিম ও খ্রিস্টানদের অবমাননা করার মতো। এ কাজগুলো ছড়ানো থেকে আমাদের বিরত উচিত। আমরা সবাই এর অশু’ভ পরিণতি প্রত্যক্ষ করছি।’ লিগল আরো বলেন, ‘মতপ্রকাশের স্বাধীনতারও একটা সীমাবদ্ধতা আছে। আমাদের উপলব্ধি করা দরকার, কোনো ধর্ম
অবমা’ননার অধিকার আমাদের নেই।’ গত ২১ অক্টোবর ফরাসি প্রে’সিডেন্ট ম্যানুয়েল ম্যাখোঁ বলেন, ফ্রান্স ব্যঙ্গচিত্র প্রকাশ বিরত থাকবে না।’ ম্যা’খোঁর বক্তব্যে পুরো বিশ্বের মু’সলিমরা প্র’তিবাদ ও নি’ন্দা জানায়। এরপর গত ৩১ অক্টোবর এক সাক্ষাতকারে জানান যে তিনি ব্য’ঙ্গচিত্র প্রকাশে মু’সলিমদের অনুভূতি উপলদ্ধি করেছেন।’সূত্র : আনাদোলু এজেন্সি
আরও পরুন=নেত্রকোনার পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচন ২০ অক্টোবর মঙ্গলবার অনুষ্ঠিত হবে।সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহনে জন্য ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। বিশৃঙ্খলা এড়াতে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। ওই ইউনিয়নের ৯টি ভোট কেন্দ্রে ১৯ অক্টোবর সোমবার দুপুরের পর থেকে ভোটের সরঞ্জাম নিয়ে কেন্দ্রে অবস্থান করবেন প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং , সহকারী প্রিজাইডিং, পোলিং অফিসার, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা প্রতিটি কেন্দ্রের নিরাপত্তার জন্য ৫ থেকে ৬ জন পুলিশের পাশাপাশি ১৭ জন আনসার সদস্য সর্বাক্ষনিক দায়িত্বে থাকবেন।
এছাড়া ওই ৯টি ভোট কেন্দ্রে থাকবেন ৪জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে এক প্লাটুন বিজিবি।উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিংঅফিসার মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমেদ জানান, ইতোমধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুল হালিম খান, স্বতন্ত্র তারা মিয়া ও রতন চন্দ্র সিংহ এই তিন প্রার্থী সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্নের দাবীতে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন।