রংপুরে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দিয়ে চাকরি নেয়ার মামলায় রংপুরে ছয় পুলিশ সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিরা জামিন আবেদন করলে বিচারক মো. শওকত আলী তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামিরা হলেন- মাহাবুব আলম, নুরুন্নবী, মোস্তাফিজুর, মনোয়ার, মাহাবুব ও শফিউজ্জামান। তারা সবাই কনস্টেবল পদে চাকরি করতেন।মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দিয়ে রংপুরের মাহাবুব আলম, নুরুন্নবী, মোস্তাফিজুর, মনোয়ার, মাহাবুব ও শফিউজ্জামান কনস্টেবলের চাকরি নেন। পরে গত বছর ভুয়া মুক্তিযোদ্ধা সনদের মাধ্যমে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেয়ার অভিযোগে পুলিশের ওই ছয় সদস্যের বিরুদ্ধে নগরীর কোতোয়ালি থানায় পৃথক দুইটি মামলা হয়। মামলার পর থেকে তারা এতদিন জামিনে ছিলেন।
বৃহস্পতিবার পুলিশ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেয়। আদালত অভিযোগপত্র আমলে নিয়ে তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামিরা বিভিন্ন জেলায় পুলিশ কনস্টেবল হিসেবে দায়িত্বরত ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে তাদের আদালতের হাজতখানা থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়।