স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ পর্যটন করপোরেশন আবহমান বাংলার ঐতিহ্যবাহী ও দৃষ্টিনন্দন ২টি নৌকা তৈরী করেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১ টায় জাতীয় সংসদ লেকে নৌকাগুলো ভাসানো
হবে। বাংলাদেশ জাতীয় সংসদ লেকপাড়ে অনুষ্ঠিতব্য নৌকা ভাসানোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এম.পি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী
মাহবুব আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমান আতিক এম.পি, ইকবালুর রহিম এম.পি, শামসুল হক চৌধুরী এম.পি এবং আবু সাঈদ আল মাহমুদ স্বপন এম.পি।
বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান অনুষ্ঠানে সভাপতিত্বে করবেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মিজানুর রহমান এবং বাংলাদেশ পর্যটন করপোরেশন এর চেয়ারম্যান রাম চন্দ্র দাস।
আরও পড়ুন=শেষ খবর হলো হাওয়াই রাজ্যে জয় পেতে যাচ্ছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। ১৯৫৯ সালে রাজ্যটি গঠিত হয়। এই রাজ্যে ইলেকটোরাল কলেজ ভোট আছে চারটি। মাত্র দুবার রিপাবলিকান প্রার্থী এই রাজ্যে জয় পেয়েছিলেন। এদিকে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, বাংলাদেশ সময় বুধবার (৪ নভেম্বর) বিকাল পৌনে ৪ টা পর্যন্ত যে কয়টি অঙ্গরাজ্যের ফল ঘোষণা করা হয়েছে তাতে ২৩৮টি
ইলেকটোরাল ভোট পেয়ে এগিয়ে আছেন সাবেক ভাইস-প্রেসিডেন্ট জো বাইডেন।আর ট্রাম্প পেয়েছেন ২১৩টি ইলেকটোরাল ভোট। এখনো সাতটি রাজ্যের ফল ঘোষণা করা হয়নি। ৮৭ ইলেকটোরাল কলেজ ভোটের ফল ঘোষণা বাকি। বিশেষ করে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পেনসালভানিয়া ও উসকনসিনের ফল ঘোষণার বাকি আছে এখনও।