শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর ঘাট সংলগ্ন পদ্মা নদীতে এক জেলের জালে একসাথে ৮৬টি পাঙ্গাস মাছ ধরা পড়েছে।হালইসার মৎস্য গ্রামের মৎস্যজীবি হানিফা বেপারির জালে সোমবার ৮৬ টি পাঙ্গাস মাছ ধরা পরে। ৫ কেজি হতে ১৫ কেজি ওজনের এই পাঙ্গাস গুলোর ওজন আনুমানিক ৭৭৪ কেজি। এছাড়া বাজার মূল্য ৪, ৫০,০০০ (চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা)।
হানিফা বেপারি বলেন, অভয়াশ্রমে জাটকা অভিযানের ফলে বিলুপ্তপ্রায় এই পাঙ্গাস নদীতে আবার দেখা যাচ্ছে। মা ইলিশ অভিযানের পর যদিও ইলিশ অনেকটা কম তবুও এই পাঙ্গাস প্রাপ্তিতে অনেক মৎস্যজীবি লাভবান।স্থানীয় মৎসজীবীরা বলেন, পদ্মা নদীতে এত বড় সাইজের পাঙ্গাস এতগুলো একসাথে কখনোই ধরা পড়েনি। এটা অবাক করার মত ঘটনা।তারা বলছে, নদীতে ইলিশের পরিমান কম, তবে পাঙ্গাসের পরিমান মোটামুটি বেশী থাকায় তারা লোকসান পুষিয়ে উঠতে পারবে।
আরও পড়ুন=নিষেধাজ্ঞার কারণে দীর্ঘদিন খেলার বাইরে ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাধ্যতামূলক বিরতি যে তাকে ঘায়েল করতে পারেনি তা আরও একবার প্রমাণ দিলেন তিনি। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ সামনে রেখে চলমান ফিটনেস টেস্টে সবাইকে ছাড়িয়ে গেলেন সাকিব আল হাসান। নিষেধাজ্ঞার কারণে এক বছর পর ফিরে আসা সাকিব বিপ টেস্টে ১৩.৭ পয়েন্ট তুলেছেন। যা গত তিনদিন ধরে চলমান ফিটনেস টেস্টে সর্বোচ্চ স্কোর।
গত ২৯ অক্টোবর নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিব আল হাসানের বিপ টেস্ট ছিল ৯ নভেম্বর প্রথম দিনই। কিন্তু লম্বা বিরতির পর ফিরে আসা সাকিব ট্রেনারের সাথে পরামর্শ করে পিছিয়ে নেন সূচি। আজ বুধবার সকাল ১০টায় মিরপুর ইনডোরে বিপ টেস্টে অংশ নেন টাইগার অলরাউন্ডার। ফিটনেস টেস্টের তৃতীয় দিন এসে সাকিব
ছাড়িয়ে গেছেন সবাইকের প্রথম দিন নিহাদুজ্জামান তোলেন সর্বোচ্চ ১৩.৪। একই দিন ব্যাটসম্যান রবিউল ইসলাম রবি তোলেন ১৩। গতকাল দ্বিতীয় দিন বিপ টেস্টে পেসার মেহেদী হাসান তোলেন ১৩.৬। যা সাকিব বিপ টেস্ট দেওয়ার আগে সর্বোচ্চ স্কোর ছিল।