মো. সানোয়ার হোসেন, মির্জাপুর প্রতিনিধিঃ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, দেশবিরোধী কার্যকলাপ করতে দেয়া হবে না। যারা এইসব কার্যকলাপে জড়িত থাকবে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির দৃষ্টান্ত স্থাপন করা হবে।বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দুপুরে পুলিশের কমিউনিটি ব্যাংকের ৭টি
শাখার উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। আধুনিক দেশ গড়ে তোলার জন্য সকল জনগণেরও সহযোগিতা কামনা করেন তিনি।বেলা ১২টার সময় পুলিশ হেডকোয়ার্টার থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টাঙ্গাইলের মির্জাপুরসহ ৭ টি কমিউনিটি ব্যাংকের শাখার উদ্বোধন করা হয়। মির্জাপুর পৌর সদরে অবস্থিত কমিউনিটি ব্যাংকের দ্বিতীয় তলায় এ উদ্বোধনী অনুষ্ঠান হয়।
মির্জাপুর থেকে কনফারেন্সে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়। এসময় মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) ভারপ্রাপ্ত কমান্ডেন্ট অতিরিক্ত ডি.আই.জি শামীমা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী নুসরাত এদিব লুনা, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শফিকুল ইসলাম, সহকারি পুলিশ
সুপার (মির্জাপুর সার্কেল) দীপংকর ঘোষ, মির্জাপুর পৌর মেয়র সালমা আক্তার, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য খান আহমেদ শুভ, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) শওকত হোসেন, ব্যাংকের ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।উদ্বোধন শেষে কেক কাটার মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।