ডিভো’র্সের এতো বছর পর আবারও বিয়ে করছেন কারিশমা কাপুর

নব্বই দশকের হিন্দি সিনেমায় তিনি ছিলেন হিট নায়িকা। গ্ল্যামা’র, অ’ভিনয় দিয়ে দর্শক মাতিয়েছেন বহু সিনেমায়। তিনি কাপুর বাড়ির মে’য়ে কারিশমা। কখনো শাহরুখ, কখনো আমির কখনো বা অজয় দেবগনের বিপরী’তে বাজিমাত ক’রেছেন এ নায়িকা।

হ’ঠাৎ করেই একটা সময় চলচ্চিত্র থেকে দূ’রে সরে যান। মন দেন স্বামী-সংসারে। সঞ্জয় কাপুরকে ২০০৩ সালে বি’য়ে করেন কা’রিশমা। কিন্তু দুই ছে’লে মে’য়ে নিয়ে ২০১০ সালে সংসার ছে’ড়ে বেড়িয়ে আ’সেন নায়িকা। কারণ সঞ্জ’য় তাকে পুরো পরি’বারের সামনে অ’পমান করেছিলেন।

খোঁচা দিয়েছি’লেন কারিশ’মা’র পুরনো প্রে’ম অ’ভিষেক বচ্চনকে নিয়ে। সঞ্জয় নাকি বলে’ছিলেন, ‘আমা’র টাকা দেখেই তো বিয়ে করেছে কারিশ্মা। ও আমায় ভালবাসে নাকি!ও তো অ’ভিষেককে ভাল’বাসে।’ এই অ’পমান মানতে পারেননি নায়িকা। ছে’ড়ে ছিলেন সংসার। তারপর

ডি’ভো’র্স। এবার শোনা যাচ্ছে একাকী’’’ জী’বনের অবসান ঘটাতে যাচ্ছেন তিনি। সঞ্জ’য়ের স’ঙ্গে ডি’ভো’র্সের পর আর বিয়ে ক’রতে রা’জি হন’নি নায়িকা।তবে স’ন্দীপ তোশিওয়ালের স’ঙ্গে তার প্রে’মের গুঞ্জন শো’না যায়। যদিও কারিশ’মা কাপুর জা’নিয়েছি’লেন সন্দীপ

শুধু তার ব’ন্ধু। কিন্তু ৪৫ বছ’রের না’য়িকা আবার ঘ’র বাঁ’ধা’র স্বপ্ন দেখ’ছেন স’পের স’ঙ্গে, এমন গুঞ্জন বা’তাসে উড়ছে।এদি’কে গত বছর স’ন্দী’পেরও ডি’ভো’র্স হয়। তারও দুই মে’য়ে রয়েছে। শোনা যাচ্ছে ৪৫ বছর বয়সে আবারও সন্দী’পের স’ঙ্গেই বিয়ের পিঁড়ি’তেই বসবেন কা’রিশমা।

আরও পড়ুন=করোনাভাইরাসের কারণে ১৪ নভেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এরপর শিক্ষাপ্রতিষ্ঠান সীমিত পরিসরে খোলা হবে নাকি ছুটি আরো বাড়বে- সেই সিদ্ধান্ত আগামী দু-এক দিনের মধ্যে জানা যাবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।১৪ নভেম্বরের পর শিক্ষা প্রতিষ্ঠান খুলবে কি না- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন,

‘এটা শিক্ষা মন্ত্রণালয় আপনাদের জানাবে।’প্রধানমন্ত্রী কোনো নির্দেশনা দিয়েছেন কি না- এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘খুলনা ডিভিশন থেকে একটা স্ট্রং অ্যাকশন (ভ্রাম্যমাণ আদালত পরিচালনা) করা হচ্ছে, আমরাও চারদিকে সবাইকে বলেছি। প্রধানমন্ত্রীও এগ্রি করছেন, গুড এপ্রিশিয়েট করেছেন। কিছু স্ট্রিক ভিউতে যেতে হবে। এখন পর্যন্ত আমরা কম্ফোর্টেবল জোনের মধ্যে আছি।’