ঢাকাই সিনেমার বর্তমান সময়ের নায়িকা পূজা চেরি। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে যার চলচ্চিত্রে যাত্রা শুরু। এই প্রযোজনা প্রতিষ্ঠানটি থেকে ‘পোড়ামন-২’, ‘দহন’ ও ‘নূর জাহান’ সিনেমাগুলোর মাধ্যমে নায়িকা হন তিনি। প্রথম তিন সিনেমা দিয়ে আলোচনা তৈরি করেছিলেন পূজা চেরি।জাজ কর্ণধার আবদুল আজিজের সঙ্গে ব্যক্তিগত মনোমালিন্যের কারণে জাজ থেকে বেরিয়ে আসেন পূজা। তবে সম্প্রতি
পূজা তার ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ করেন। এরপরই জোড়া লেগেছে পূজা-আজিজের সম্পর্কের। সম্প্রতি আব্দুল আজিজের টানে বই মেলায় ছুটে যান পূজা।শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের কবিতার বইয়ের প্রচারেই মেলায় হাজির হয়েছিলেন এই অভিনেত্রী। জানা গেছে, যে স্টলে পূজা বসেছিলেন, সেই প্রকাশনা সংস্থা থেকেই আব্দুল আজিজের ‘প্রিয়তমা, তোমাকে
বলছি’ নামের কবিতার বইটি প্রকাশিত হয়েছে। স্টলে বসে অভিনেত্রী পাঠকদের সঙ্গে কথা বলেছেন, সেলফি তুলছেন। আর সেখানে বসেই মূলত এই প্রযোজকের বইয়ের প্রচারণা করেন তিনি। প্রচারণার এক ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন পূজা।জাজের কর্ণধার আবদুল আজিজের সম্পর্ক এখন স্বাভাবিক হয়েছে জানালেন অভিনেত্রী পূজা চেরি।
গণমাধ্যমকে বললেন, ‘যেকোনো কারণেই হোক, আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। আমি ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছি। আমি ছোট মানুষ। ভুল হতেই পারে। সেটা তারা বুঝে আমাকে ক্ষমাও করেছেন। এখন সম্পর্ক স্বাভাবিক।’