কাতারে নতুন কাজে যোগ দিলেন ৫ হাজার বাংলাদেশি

কাতারে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় পাঁচ হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি স্পন্সর চেইঞ্জ বা কোম্পানি পরিবর্তন করার সুযোগ পেয়ে, নতুন কাজে যোগদান করেছেন। দূতাবাসের এমন সেবা পেয়ে খুশি তারা। করোনার কারণে দীর্ঘদিন প্রবাসীদের চাকরি পরিবর্তন বা কোম্পানি পরিবর্তনের আবেদন কাতার সরকার অনুমোদন না দেওয়ায় বিপাকে পড়েছিলেন পাঁচ হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি।

দেশে চলে যাওয়ার মতো উপক্রম হওয়ার পর আবার দূতাবাসের সহযোগিতায় চাকরি ফিরে পেয়ে খুশি তারা। বিপদের দিনে সহযোগিতা করায় ধন্যবাদ জানাতে দূতাবাসে ছুটে আসেন কিছু ভুক্তভোগী প্রবাসী।কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জসিম উদ্দিন কাতারের মন্ত্রীর সাথে বৈঠক করে প্রবাসী বাংলাদেশিদের কোম্পানি পরিবর্তনের অনুমোদন দাবি করেন।

এরই পরিপ্রেক্ষিতে সরকার প্রবাসীদের আবেদন গ্রহণ করে নতুন কাজের সুযোগ দিয়েছে বলে জানান দূতাবাসের শ্রম কাউন্সিলর।কোন প্রবাসী বাংলাদেশি নতুন কাজে যোগ দেয়ার জন্য কোম্পানি পরিবর্তন করার আবেদন করলে কাতার সরকার যদি আর অনুমোদন না দেয় তাহলে দূতাবাসের সাথে যোগাযোগ করার কথাও বলেন তিনি।