কাজ না পেয়ে দেশে ফিরছেন অনেক প্রবাসী

সুইডেনে করোনায় কাজ না পেয়ে দেশে ফিরতে বাধ্য হচ্ছেন অনেক প্রবাসী বাংলাদেশি। করোনা সংক্রমণ রোধে সরকারের নানা বিধিনিষেধে ব্যবসা-বাণিজ্যে নেমে এসেছে স্থবিরতা, সেই সঙ্গে বাড়ছে দেশটিতে কর্মহীন মানুষের সংখ্যা।দেশটির স্থানীয় সময় সোমবার থেকে সুইডেনে রেস্টুরেন্ট এবং বারগুলো রাত সাড়ে ৮টার পর বন্ধ রাখতে বলা হয়েছে। তবে টেকওয়ে সার্ভিস চালু রাখা যাবে জানিয়েছে দেশটির সরকার।

প্রবাসীরা জানায়, প্রতি বছর নাগরিকত্ব পাওয়া ছাড়াও স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেয়ে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি আসেন সুইডেনে। তবে করোনা মহামারির পর থেকেই কমেছে সে সংখ্যা। অনেকেই দীর্ঘদিন কাজ না পেয়ে ফিরে যাচ্ছেন বাংলাদেশে।