‘শত্রুরা আমাদের পেছনে লেগে আছে। ওরা আমাদের সংসার ভাঙতে চায়। কেউ কেউ চায় না আম’রা ভালো থাকি। আমাদের ভালো থাকা’টা কারও কারও গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছে। সংসার ভাঙতে আলাদাভাবে আমাদের দুজনকে উল্টোপাল্টা কথা শোনায়। তারা হয়তো মনে করে, কে কী’ পাঠাচ্ছে বা লিখছে, তা আম’রা দুজন জানি না। যে যা-ই বলে, আম’রা কিন্তু নিজেদের মধ্যে শেয়ার করি, গায়ে মাখি না। এরপরও এসব শুনে হঠাৎ হঠাৎ কনফিউজড হয়ে যাই। তবে সবকিছুর পরও আম’রা ভালো আছি।’ কথাগুলো জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা তমা মির্জার।
২০১০ সালে এম বি মানিক পরিচালিত ‘বলো না তুমি আমা’র’ ছবিতে অ’ভিনয়ের মধ্য দিয়ে ঢালিউডে যাত্রা শুরু করেন তমা মির্জা। পরে একে একে অ’ভিনয় করেন ‘মনে প্রা’ণে আছ তুমি’, ‘পালাবার পথ নেই’, ‘মানিক রতন দুই ভাই’, ‘ছোট্ট সংসার’ ছবিগুলোতে। শাহনেওয়াজ কাকলী পরিচালিত ‘নদীজন’ ছবিতে অ’ভিনয় করে পার্শ্ব অ’ভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তমা মির্জা। রোববার সন্ধ্যায় কথায় কথায় তমা মির্জা জানালেন, ‘যেকোনো সংসারেই মান-অ’ভিমান হয়। অন্য অনেকের মতো তাঁদের সে রকম হতে পারে। নিজেদের মধ্যে মান-অ’ভিমান হয়, হতেই পারে। সেসব আবার ঠিক হয়ে যায়। তাই বলে সংসার ভাঙার তো মানে হয় না। অথচ কিছু লোক প্রতিনিয়ত আমাদের পেছনে লেগেই আছে। তাঁরা কোনোভাবেই চান না, আম’রা ভালো থাকি, সুখে থাকি। সুন্দরভাবে সংসার করি।’
কিছুদিন আগে দুবাই থেকে হানিমুন সেরে এসেছেন তমা মির্জা ও হিশাম চিশতী। গত বছরের ৬ মে রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে তাঁদের বিয়ে অনুষ্ঠিত হয়। হানিমুন শেষে দেশে ফেরার পর হঠাৎ খবর ছড়িয়ে যায়, তাঁদের বিচ্ছেদ হয়ে গেছে। তমা’র ফেসবুকেও দেখা যায় সেটি।স্বামী-স্ত্রী’র মধ্যকার মান-
অ’ভিমানের খবর তৃতীয় পক্ষ জানে কী’ভাবে? আর ডিভোর্স পোস্ট কেন দেওয়া হয়েছিল, এমন প্রশ্নে তমা বললেন, ‘আমা’র ফেসবুক প্রায়ই হ্যাক হয়। হ্যাকারদের কেউ এমন সুযোগ নিয়েছে। আমা’র ধারণা, ফেসবুক যিনি হ্যাক করছেন, তাঁরা পরিচিত কেউ। তাঁরা আমাদের মধ্যে গন্ডগোল তৈরির চেষ্টা করছেন। তবে কী’ভাবে ঘরের খবর পরে জানে, এটা ভেবে অ’বাক হই। তবে দুজনের কিছু কাছের মানুষ এমনটা করছেন, সেটা বুঝতে পারছি।’
বিয়ের আগে থেকেই হিশাম চিশতীর সঙ্গে তমা’র প্রে’ম। তখন থেকেই একটি পক্ষ তাঁদের স’ম্পর্ক ভাঙতে তৎপর বলে দাবি করেন তমা। দুজনের বি’রুদ্ধে দুজনের কাছে নানা কথা বলত, যাতে স’ম্পর্ক ভেঙে যায়। সবকিছু পাশ কাটিয়ে দুজন বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা। তমা জানান, সবাই যেভাবে স’ম্পর্কে ফাটল ধ’রানোর চেষ্টা করছে, তাতে শিগগিরই কঠোর ব্যবস্থা নেবেন তিনি। তিনি বলেন, ‘ভাগ্যে সংসার আছে কি না, তা সৃষ্টিক’র্তাই জানেন। আম’রা দুজন চেষ্টা করছি নেতিবাচক সবকিছু পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে। আম’রা এখন নিজেদের নিয়ে মহাব্যস্ত। দুজনে ঘুরছি–ফিরছি, অবসরে খেলাধুলা করছি। নিয়মিত ব্যাডমিন্টন ও ক্যারম
খেলছি। কখনো আমি জিতি সে হারে, আবার কখনো সে জেতে আমি হারি। জীবনের অসাধারণ একটা সময় কাটছে আমাদের।’তমা মির্জার স্বামী হিশাম চিশতী কানাডায় থাকেন। সেখানে আবাসন ব্যবসার সঙ্গে যু’ক্ত তিনি। এ মাসের শেষ বা আগামী মাসের শুরুর দিকে ঢাকা ছাড়বেন তিনি। হিশাম চিশতী বলেন, ‘আম’রা বেশ ভালো আছি। অনেকে ঈর্ষাকাতর হয়ে আমাদের নিয়ে অ’পপ্রচার চালায়। তবে যত দিন সৃষ্টিক’র্তা চান, তত দিন আম’রা ভালো থাকব।’