৬ মাসের সন্তানকে রেখে না ফেরার দেশে বিসিএস কর্মকর্তা

মাত্র ছয় মাস আগেই বাবা হয়েছিলেন ৩৯তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা ডা. দিপংকর পোদ্দার। তবে প্রিয় সন্তান-স্ত্রীকে রেখে না ফেরার দেশে পারি জমিয়েছেন তিনি। শুক্রবার (১৮ ডিসেম্বর) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এই বিসিএস কর্মকর্তা।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নাইট ডিউটি করে শুক্রবার সকালে তিনি স্ত্রী ও সন্তানের কাছে যাওয়ার জন্য শায়েস্তাগঞ্জ যাচ্ছিল। বেলা ১১টায় শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ বাইপাস সড়কের কলিমনগর নামক স্থানে পিকআপ, সিএনজি অটোরিকশা ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জল জানান, ডা. দীপংকর ৩৯তম বিসিএসএর একজন কর্মকর্তা। তার স্ত্রী সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজে কোর্সে আছেন। তাদের ৬ মাসের এক সন্তানও রয়েছে। তিনি হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মেডিসিন ও শিশুরোগ বিভাগে কর্মরত ছিলেন।

আরও পড়ুন=বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে চ্যাম্পিয়ন হয়েছে জেমকন খুলনা। এ টুর্নামেন্টের শিরোপা জয়ে ফাইনালে দুর্দান্ত ব্যাটিং করেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর বল হাতে নৈপূন্য দেখিয়েছেন শহিদুল ইসলাম ও হাসান মাহমুদ।শুক্রবার ফাইনাল ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন গাজী গ্রুপ চট্টগ্রামের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। ফলে প্রথমে ব্যাট হাতে মাঠে নামে জেমকন খুলনা।

ব্যাট করে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের লড়াকু ইনিংসের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৫ রান করে জেমকন খুলনা। পাঁচ নম্বরে ব্যাট হাতে নেমে ৪৮ বলে অপরাজিত ৭০ রান করেন মাহমুদউল্লাহ। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫০ রানে থেমে যায় চট্টগ্রামের ইনিংস। ফলে ৫ রানে জয় তুলে নেয় খুলনা।