কাজে যোগ দিলেন গাজীপুরের নতুন পুলিশ সুপার শফিউল্লাহ

গাজীপুরের ২৩তম পুলিশ সুপার (এসপি) হিসেবে রোববার (২১ মার্চ) কর্মস্থলে যোগ দিয়েছেন এসএম শফিউল্লাহ। এরআগে গত ৯ মার্চ তাকে গাজীপুরের পুলিশ সুপার হিসেবে পদায়ন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। ইতোপূর্বে তিনি খুলনা জেলায় পুলিশ সুপার হিসেবে ২০১৮ সালের ১০ জুন থেকে ২০২১ সালের ১৮ মার্চ পর্যন্ত ২ বছর ৯ মাস ৮দিন দায়িত্ব পালন করেছেন।

পুলিশ সুপার এসএম শফিউল্লাহর ২০০৫ সালে ২৪তম বিসিএসে উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। এরপর এএসপি হিসেবে প্রথম আর্মড পুলিশ ব্যাটালিয়ন, মহালছড়ি, খাগড়াছড়ি, ডিএমপি, ঢাকা, সিআইডি, ঢাকা জেলার ক-সার্কেল,

নারায়ণগঞ্জ জেলার বি-সার্কেলে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়ে খুলনা রেঞ্জে প্রায় ছয় বছর দায়িত্ব পালন করেন তিনি।

এসএম শফিউল্লাহ দেশ-বিদেশে অনেক গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি ইতিপূর্বে অনন্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ‘আইজিপি গুড সার্ভিস ব্যাজ’ লাভ করেন। ২০১৮ সালে সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ সুপার শফিউল্লাহকে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ সম্মাননা বিপিএম পদকে ভূষিত করেন।