ইসরাইলি বিমান হামলায় অন্তঃসত্ত্বা নারী নিহত, ‘অলৌকিকভাবে’ জন্ম নিল সন্তান

গাজায় ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি এক অন্তঃসত্ত্বা মায়ের মৃত্যুর পর জন্ম নিয়েছে তাঁর সন্তান। সশস্ত্রগোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত ভূখণ্ডটির দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি মেডিকেলে ওই শিশুর জন্ম হয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, গাজার দক্ষিণাঞ্চলে নাসের হাসপাতালে নবজাতকটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার মা ইসরায়েলি বিমান হামলায় মারা গেছেন। বর্তমানে শিশুটিকে অক্সিজেন দেওয়া হচ্ছে।

এ প্রসঙ্গে চিকিৎসক নাসের আল নাওয়াঝা বলেন, ‘শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছি আমরা। তার অবস্থা এখন স্থিতিশীল।’

জ্বালানি স্বল্পতার কারণে বিদ্যুৎ সংকটের হুমকিতে রয়েছে নাসের হাসপাতাল। ইসরায়েলের অবরোধের কারণে গাজায় জ্বালানি সংকট চলছে।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্রগোষ্ঠী হামাস নজিরবিহীন হামলা চালায় ইসরায়েলে। এরপর থেকে গাজায় পাল্টা হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে উপত্যকার লাখ লাখ বাসিন্দা। গত ১৭ দিনে গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছে ৫ হাজারের বেশি ফিলিস্তিনি। অন্যদিকে ইসরায়েলে প্রায় ১ হাজার ৪০০ জন প্রাণ হারিয়েছে।