প্রধানমন্ত্রীর কন্যাকে নিয়ে কটূক্তি, যুবক গ্রেপ্তার

গাইবান্ধায় প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে ফেসবুকে কটূক্তি করায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ রবিবার (২৬ জুন) সুন্দরগঞ্জ উপজেলার পৌর বাজারে অভিযান চালিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। আগামীকাল সোমবার আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হবে।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম রুমন সরকার রনি (২১)। সে উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারী গ্রামের আঞ্জু মিয়ার ছেলে। জানা গেছে, শনিবার (২৫ জুন) রাত ৯টা ২৫ মিনিটে রুমন সরকার রনি ফেসবুকে প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে মানহানিকর কটূক্তি করে পোস্ট দেন। পরে এ ঘটনায় উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মেহেদী রাসেল আজ রোববার দুপুরে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে রনিকে গ্রেপ্তার করে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে কটূক্তি করায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় রুমন সরকার রনিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৬ জুন) আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হবে।