ইঞ্জিনে পাখি, যাত্রীবাহী বিমানে আগুন

মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিমানবন্দরে স্পিরিটি এয়ারলাইন্সের একটি বিমান উড্ডয়নের সময় এর ইঞ্জিনে বড় একটা পাখি ঢুকে পড়ার পর বিমানটিতে আগুন ধরে যায়।শনিবার যুক্তরাষ্ট্রের আটলান্টিক সিটি এয়ারপোর্টে এ ঘটনা ঘটে।স্পিরিটের একজন মুখপাত্রকে উর্ধ্বৃত করে ফক্স ২৯-এর এক প্রতিবেদনে এ ঘটনার কথা জানানো হয়েছে।

স্পিরিট ও বিমানবন্দরের কর্মকর্তারা জানান, ঘটনার সঙ্গে সঙ্গে বিমানটি থামিয়ে দেওয়া হয় ও যাত্রীদের নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়।এ ঘটনায় দুজন সামান্য আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।যাত্রীদের সবাইকে পুরো টিকিটের টাকা ফেরত দিয়েছে কর্তৃপক্ষ।একইসঙ্গে তাদের একটি ট্রাভেল ভাউচারও দেওয়া হয়েছে।

টিকিটের টাকা ফেরত দেওয়ার পাশাপাশি যাত্রীদের অন্য কোনো বিমানে গন্তব্যে যাওয়ার সুযোগও দেওয়া হয়।নিউ জার্সি গভর্নর ফিল মুর্ফি টুইটে লিখেছেন, আগুনের ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।