আনসারকে গ্রেফতারের ক্ষমতা দেয়া আতঙ্কের বিষয়: ফখরুল

আনসারকে গ্রেফতারের ক্ষমতা দেয়া কেবল দুশ্চিন্তার নয়, আতঙ্কের বিষয়। সংসদে উত্থাপিত ‘আনসার ব্যাটালিয়ান বিল, ২০২৩’ সম্পর্কে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে বিএনপির গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। সেই সাথে এই আইন পাশ না করার দাবিও জানান তিনি।

এ সময় চলমান আন্দোলন সম্পর্কে মির্জা ফখরুল বলেন, এবারের লড়াই আমাদের মুক্তির সংগ্রাম। এটা বিএনপির নয়, জনগণের লড়াই।

খালেদা জিয়ার স্বাস্থ্য উদ্বেগজনক অবস্থায় আছে জানিয়ে তিনি বলেন, অত্যন্ত অসুস্থ খালেদা জিয়া। যতই গ্রেফতার করুক, রাতের সাক্ষীতে সাজা দিক, এবারের আন্দোলন সফলতার দিকে যাচ্ছে।

বিএনপি মহাসচিব আরও বলেন, শান্তির নামে অশান্তি সৃষ্টি করা আওয়ামী লীগের কাজ। আওয়ামী লীগের ভয় ভীতি কোনোকিছুই এবার আটকে রাখতে পারবে না বলেও হুঁশিয়ার করেন তিনি।