অবশেষে ক্রিকেট থেকে অবসরের সময় জানালেন সাকিব

বাংলাদেশের ইতিহাসে সেরা ক্রিকেটারের নাম জানতে চাইলে এক বাক্যে যেকেউ বলবে-সাকিব আল হাসান। একজন ক্রিকেটারের জন্য এর চেয়ে বড় পাওয়া বোধ হয় আর কিছু নেই। বর্ণিল এই ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে আছেন বাংলাদেশ অধিনায়ক। এবার ক্রিকেট ছাড়ার আনুমানিক সময়টাও জানিয়ে দিলেন এই অলরাউন্ডার।

নেতৃত্ব ছাড়া ও অবসরের প্রসঙ্গ টেনে সাকিব বলেন, ‘আজকে এখন এই অবস্থায় বলছি, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ওয়ানডে খেলবো। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে টি-টোয়েন্টিকে বিদায় দেবো। টেস্টের অবসর শিগগিরই। তবে একেক ফরমেট একেক সময় ছাড়লেও আনুষ্ঠানিক অবসর ঘোষণা করবো ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর।’

অধিনায়কত্ব নিয়ে সাকিব বলেন, ‘আমার অধিনায়কত্ব নেওয়ার ইচ্ছা ছিল না! আমি কখনও ভাবিও নাই কেউ ওই সময় অধিনায়কত্ব ছেড়ে দিবে! তারপর আমাকে এশিয়া কাপের দলে পাঠালো!

আমি দেখলাম রিয়াদ ভাই দলে নেই! আমার কিছু বলার ও ছিল না! কারন পরের দিনে সবাই রওনা দিয়েছে! আমাকে সবাই বলতেছে আমি নাকী রিয়াদ ভাইকে নেইনি! এইসব হাস্যকর কথা! মানুষের সাইলকোলজি এমন কেনও! আমি কিছু জানি না! তাও আমার দোষ দেওয়া হয়েছে!’