হাইস্কুলে আর পড়া হলোনা শিক্ষার্থী ইভার!

প্রাথমিকের গন্ডি পেরিয়ে ষষ্ঠ শ্রেণিতে উঠেছিল মেধাবী শিক্ষার্থী ইয়াসমিন আরা ইভা। ভর্তি হয়েছিল দেউপুরা উচ্চ বিদ্যালয়ে।করোনার কারণে স্কুল বন্ধ থাকায় প্রহর গুনছিল সে, কবে করোনামুক্ত হবে দেশ। স্কুল খুলবে তাদের। স্কুলে নতুন নতুন বন্ধু হবে তার। এমনি ভাবনায় সময় পার হচ্ছিলো তার।

যখন ৩০ মার্চ স্কুল খোলার সিদ্ধান্ত আসল তখন থেকেই বেশ ফুরফুরে মেজাজে সময় কাটছিল ইভার। স্কুল যাওয়ার প্রস্তুতিতে অতিষ্ট করে তুলছিল বাবা-মাকে। কিন্তু সেই ইভা অবশেষে চলে গেছে না ফেরার দেশে। কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন তার মা মাসুমা খাতুন।

মঙ্গলবার দুপুরে নওগাঁর নিয়ামতপুরে নিজ বাড়ির পুকুরের পানিতে ডু’বে মৃত্যু হয়েছে শিক্ষার্থী ইভার। সে উপজেলার রসুলপুর ইউনিয়নের টিটিহার গ্রামের বাসিন্দা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইব্রাহিম খলিলের মেয়ে।

স্বজনরা জানায়, দুপুরের দিকে ইভা সহপাঠীদের সঙ্গে মাছ ধ’রতে নেমেছির পুকুরে। মাছ ধ’রে সবাই যে যার মতো বাড়ি ফিরলেও ঘরে ফিরেনি সে। পরে খোঁজাখুঁজি শুরু হয় তার। এ সময় পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।