ফ্রান্সের রাজধানী প্যারিসে সৌদি আরবের এক রাজকন্যার বাসায় হানা দিয়েছে চোর। ঘর থেকে অন্তত ছয় কোটি টাকার মালামাল নিয়ে সটকে পড়েছে সে। আর এই শোকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ওই রাজকন্যা।জানা গেছে, প্যারিসের ওই অ্যাপার্টমেন্টে গত আগস্টের পর
থেকে ছিলেন না ৪৭ বছর বয়সী সৌদি রাজকন্যা। কিছু দিন আগে সেখানে ফিরে দেখেন ঘর থেকে বেশ কয়েকটি দামি ব্যাগ, ঘড়ি, অলঙ্কার ও পশমি পোশাক গায়েব।সৌদি রাজকন্যার অ্যাপার্টমেন্টে থেকে চুরি যাওয়া মালামালের দাম প্রায় ছয় লাখ ইউরো, বাংলাদেশী মুদ্রায় যার
পরিমাণ অন্তত ছয় কোটি টাকা। খোয়া যাওয়া জিনিসের মধ্যে রয়েছে ৩০টি হারমেস ব্র্যান্ডের ব্যাগ, যার দাম ১০ হাজার থেকে ৩০ হাজার ইউরো, একটি কার্তা ব্র্যান্ডের ঘড়ি, বেশ কিছু গয়না ও মূল্যবান পোশাক। ফরাসি রাজধানীর প্রাণকেন্দ্র জর্জ ৫ অ্যাভিনিউয়ে অবস্থিত অ্যাপার্টমেন্টটি থেকে এসব জিনিস নিয়ে লাপাত্তা হয়েছে চোর। দ্য গার্ডিয়ান
আরও পড়ুন=মা ইলিশ সংরক্ষণে টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে রাজবাড়ীর জেলেরা পদ্মা নদীতে ইলিশ শিকারে নেমে হতাশ হচ্ছেন। আশানুরূপ মাছ না পেয়ে তাদের কষ্ট বৃথা যাওয়ার মতো অবস্থরু গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট ও বাজার এলাকা ঘুরে দেখা যায়, নদীর পাড়ে অনেক জেলে বসে আছেন। কেউ মাছ ধরতে জাল নিয়ে নেমে পড়ছেন।
আবার কেউ জাল ফেলে প্রত্যাশিত মাছ না পেয়ে নদীর পাড়ে চুপচাপ বসে আছেন। নিষেধাজ্ঞা শেষে জেলেদের যেখানে জালভর্তি মাছ পেয়ে মুখে হাসির ঝিলিক লেগে থাকার কথা, সেখানে অধিকাংশ জেলের মুখ ছিল মলিন।পাবনার বেড়া থানার জগন্নাথপুর এলাকা থেকে বুধবার রাতে মাছ ধরতে গোয়ালন্দে আসেন জেলে আলমগীর মণ্ডলসহ চারজন। রাতে তিনটি খেও (জাল ফেলা) দেয়ার পরও তেমন মাছ না পেয়ে সকালে দৌলতদিয়ার বন্ধ থাকা ১ নম্বর ফেরিঘাটের পাড়ে নোঙর করে ছিলেন তারা।