নিঃসন্তান দম্পতিদের গর্ভ ভাড়া দিয়ে সন্তান লাভের ব্যবস্থা করে দেয়া নারীদের সারোগেট মাদার বলা হয়। এবার সেই সারোগেট মাদারের চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়াকে। নাট্যনির্মাতা সাজ্জাদ সুমন ‘গর্ভধারিণী’ নাটকে সারোগেট পদ্ধতিতে মা হওয়ার গল্প এতে তুলে ধরা হয়েছে।
গর্ভধারিণীর চরিত্র অভিনয় করেছেন শবনম ফারিয়া। তার বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা সাজ্জাদ সুমন বলেন, রাজীব-মিতুর সংসার ভালোই চলছিল। হঠাৎ এক অ্যাকসিডেন্টে রাজীবের বাঁ পা প্যারালাইজড হয়ে যায়। এ সময় তাদের অনেক টাকার প্রয়োজন হয়।
বেশ আগে কবীর নামে এক ব্যক্তি মিতুকে সারোগেট পদ্ধতিতে সন্তান নেয়ার প্রস্তাব দিয়েছিল। এই দুঃসময়ে কবীরের কথা মনে পড়ে তাদের। এরপর কবীরের প্রস্তাবে রাজি হয়। নানা ঘটনার মধ্য দিয়ে এভাবে এগিয়ে যায় এই নাটকের গল্প।
নাটকটির নির্মাণ প্রসঙ্গে এই নির্মাতা বলেন, নাটকের মাধ্যমে ভালো গল্প তুলে ধরতে পারলে একজন নির্মাতার আত্মা তৃপ্তি পায়। অনেকদিন পর গর্ভধারিণীর গল্প বলতে গিয়ে খুব আনন্দ পেয়েছি। গর্ভধারিণীতে শবনম ফারিয়ার চরিত্রটি খুব চ্যালেঞ্জিং ছিলো। নির্মাতা হিসেবে বলছি, ফারিয়া তা অতিক্রম করেছে।
আরও পড়ুন=বুধবার শুরু হয়েছে মেয়েদের আইপিএল নামে পরিচিতি ‘উইমেন্স টি-২০ চ্যালেঞ্জ’। যেখানে উদ্বোধনী ম্যাচে সুপারনোভাসকে ৫ উইকেটে হারিয়ে দারুণভাবে টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশী পেসার জাহানারা আলমের দল ভেলোসিটি। এই টুর্নামেন্টে বাংলাদেশকে থেকে খেলছেন আরো টাইগ্রেস তারকা সালমা খাতুন।আজ (বৃহস্পতিবার) হবে সবচেয়ে কাঙ্খিত লড়াইটি। জাহানারা মুখোমুখি হবেন তারই স্বদেশি সালমার। সালমার দলের নাম ট্রেইলব্লেজার্স। ভেলোসিটি দলে জাহানারার দলের
নেতৃত্বে থাকছেন ভারতের তারকা ক্রিকেটার মিতালি রাজ। সালমার দলের ভার স্মৃতি মান্দানার কাঁধে। এই দলে আছেন ঝুলন গোস্বামী, পুনম রাউতের মতো খেলোয়াড়।দু’দলের মাঠের লড়াই শুরু হবে আজ বাংলাদেশ সময় বিকেল ৪ টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ও গাজী টেলিভিশন। ইউটিউবে ম্যাচটি সরাসরি দেখা যাবে র্যাবিটহোলবিডির ইউটিউব চ্যানেলে। কাল ট্রেইলব্লেজার্স-সুপারনোভাসের ম্যাচ দিয়ে শেষ হবে লিগ পর্ব। তিন ম্যাচে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা দুই দল ৯ নভেম্বর ফাইনালে মুখোমুখি হবে শারজাহতে।
ট্রেইলব্ল্যাজার্স : স্মৃতি মান্ধানা (অধিনায়ক), দীপ্তি শর্মা (সহ-অধিনায়ক), পুনম রাউত, রিচা ঘোষ, ডি হেমালতা, নুজহাত পারভিন (উইকেটরক্ষক), রাজ্যেশ্বরী গায়কোয়াদ, হারলিন দেওল, ঝুলন গোস্বামী, সুমরন ডিল বাহাদুর, সালমা খাতুন, সফী একলেস্টোন, নাথাকান চান্থাম, দিনদ্র দটিন, কাসভি গৌতম।ভেলোসিটি : মিতালি রাজ (অধিনায়ক), ভেদা কৃষ্ণমূর্তি (সহ-অধিনায়ক), শেফালি ভার্মা, সুষমা ভার্মা (উইকেটরক্ষক), একতা বিষ্টি, মানসি যোশি, শিখা পাণ্ডে, দেবিকা বৈদ্য, সুশ্রী দিব্যদর্শীনী, মানালি দক্ষিণি, লেইঘ কাসপেরেক, ডানিয়েলে ওয়াট, সুন লাস, জাহানারা আলম, এম আনাঘা।