নিয়মিত বিদ্যালয়ে গিয়েও ক্লাস করতে পারছে না সপ্তম শ্রেণির শিক্ষার্থী হৃদয় চৌধুরী। তার দাদির আয়ার কাজ তাকে দিয়ে করিয়ে নিচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষ। নেত্রকোনার মদন উপজেলার বালালী বাঘমারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এই হৃদয়।
এদিকে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় লোকজন জানায়, বালালী গ্রামের আজিদা আক্তার বালালী বাঘমারা উচ্চ বিদ্যালয়ে আয়া পদে কর্মরত। তাঁর বয়স হওয়ায় বেশি পরিশ্রম করতে পারেন না। এ জন্য এক বছর ধরে তাঁর বদলে তাঁর নাতিকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
গতকাল রবিবার দুপুরে বালালী বাঘমারা উচ্চ বিদ্যালয়ে গেলে দেখা যায়, শিক্ষার্থীরা নিজেদের কক্ষে পাঠ নিচ্ছে। বিদ্যালয়ের কয়েকটি কক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। হৃদয় ক্লাস ছেড়ে প্রধান শিক্ষকের কক্ষে কাজ করছে। বিদ্যালয়ের শিক্ষকসহ কমিটির লোকজনকে চা, বিস্কুট, পানি খাওয়াচ্ছে।
এ সময় জানতে চাইলে হৃদয় বলে, ‘আমাকে বলা হয়েছে দাদির কাজ করে দিতে।’ আজিদা আক্তারের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি তো যেতে চাই। কিন্তু আমাকে না করা হয়েছে।’
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াহিদুজ্জামান তালুকদার বলেন, ‘হৃদয় সপ্তম শ্রেণির ছাত্র। তার দাদি আয়া পদে চাকরি করে। সে অসুস্থ থাকায় বিদ্যালয়ে কম আসে। মাঝেমধ্যে হৃদয় একটু কাজকর্ম করে থাকে।’
এদিকে বিদ্যালয়ের সভাপতি রফিকুল ইসলাম স্বপন এ বিষয়ে কথা বলতে রাজি হননি। এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল বারী বলেন, ‘একজন শিক্ষার্থীকে দিয়ে আয়ার কাজ করানো কোনো ভাবেই ঠিক নয়। এ বিষয়ে খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’