শিক্ষক-কর্মকর্তাদের যে সুযোগ শেষ হচ্ছে আজ

সরকারি স্কুল শিক্ষক, জেলা-উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ মাধ্যমিকের কর্মকর্তাদের পিডিএস হালনাগাদ করার নির্দেশ দিয়েছে শিক্ষা অধিদপ্তর।নির্ধারিত ওয়েবসাইটে লগইন করে আজকের মধ্যে সঠিক তথ্য দিয়ে পিডিএস হালনাগাদ করতে প্রতিষ্ঠান প্রধানদের বলা হয়েছে।

জানা গেছে, www.pds.sib.gov.bd/admin ওয়েবসাইটে লগইন করে পিডিএস হালনাগাদ করতে হবে। এক্ষেত্রে বিদ্যালয়ের পদের তথ্য অপশন থেকে স্কুলের বিষয়ভিত্তিক পদের তথ্য হালনাগাদ করা যাবে।বর্তমান কর্মস্থল, পদবী, পদোন্নতিপ্রাপ্ত পদ, প্রথম যোগদানের সময়ের পদ ও বেতন গ্রেড, বর্তমান বেতন গ্রেড, শ্রান্তি বিনোদন ছুটি,

বিনা বেতনে অসাধারণ ছুটিসহ বিভিন্ন ছুটির বিবরণ, ডিজারশন, মামলা, মৃত্যুবরণ পিআরএলে গমন ইত্যাদি সঠিক তথ্য দিয়ে আজকের মধ্যে পিডিএস হালনাগাদ করতে বলা হয়েছে প্রতিষ্ঠান প্রধানদের। কোন ভুল তথ্য দিলে কতৃপক্ষ বিধি মোতাবেক ব্যবস্থা নেবে বলেও জানিয়েছে শিক্ষা অধিদপ্তর।আর এ বিষয়ে কোন জটিলতায় হেল্পলাইনে (০১৭১৫২৬৯০৭৫) যোগাযোগ করতেও বলা হয়েছে।