বিপিএলের নবম আসরের ফাইনালে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সিলেট স্ট্রাইকার্সকে ৭ উইকেটে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। গুরুত্বপূর্ণ এই ফাইনাল ম্যাচে লিটন দাস খেলেছেন হাফসেঞ্চুরি্র ইনিংস। এছাড়া সবমিলিয়ে দারুণ একটি বিপিএল কাটলো ডানহাতি এই উইকেটরক্ষক ব্যাটারের।
এদিকে আগামী ৩১ মার্চ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ষোড়শ আসর। এবার সেখানে দল পেয়েছেন লিটন। প্রথমবারের মতো তাকে কিনে নিয়েছেন কলকাতা নাইট রাইডার্স। লিটনকে নিয়ে বেশ উচ্ছ্বসিত কলকাতা। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে শিরোপা জেতায় তাকে অভিনন্দনও জানিয়েছে দলটি।কলকাতা
তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ট্রফি হাতে সস্ত্রীক লিটনের ছবি দিয়ে লিখেছে, ‘অভিনন্দন লিটন। সি ইউ সুন (শিগগিরই দেখা হচ্ছে)।’পাশাপাশি লিটন ভক্তরা আশায় বুক বেঁধে আছে আইপিএলেও চওড়া থাকবে লিটনের ব্যাট। প্রথমবারের মত আইপিএলের মঞ্চে জায়গা পাওয়া লিটন বিপিএলের ধারাবাহিকতা বজায় রাখবেন।