মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল পেতে চলছে শেষ মুহূর্তের উত্তেজনা। এরই মধ্যে ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের চেয়ে অনেকটা পিছিয়ে পড়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্পের পুনর্নির্বাচিত হওয়ার আশা ফিকে হয়ে গেলেও সমীকরণ বলছে জয়ের সম্ভাবনা আছে তাঁর।সিএনএন বলছে, এখন পর্যন্ত বাইডেন পেয়েছেন ২৫৩টি ইলেক্টোরাল কলেজ ভোট। আর ট্রাম্প পেয়েছেন ২১৩টি।
প্রেসিডেন্ট হতে হলে নিশ্চিত করতে হবে ২৭০ ইলেক্টোরাল কলেজ ভোট। তবে এখনো ৬টি অঙ্গরাজ্যের চূড়ান্ত ফল ঘোষণা বাকি। এগুলো হলো পেনসিলভানিয়া, নেভাদা, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, অ্যারিজোনা ও আলাস্কা। এসব অঙ্গরাজ্যের ফল পাল্টে দিতে পারে হিসাব-নিকাশের বর্তমান চিত্র।সিএনএনের সর্বশেষ খবরে জানা যায়, ছয়টি অঙ্গরাজ্যের মধ্যে বাইডেন ও ট্রাম্প তিনটি করে অঙ্গরাজ্যে এগিয়ে আছেন।
এর মধ্যে আলাস্কায় ট্রাম্প জিততে যাচ্ছেন, এটা প্রায় নিশ্চিত। রিপাবলিকান পার্টির ঘাঁটি হিসেবে বিবেচিত এই অঙ্গরাজ্যে ইলেক্টোরাল কলেজ ভোটের সংখ্যা ৩টি। সর্বশেষ প্রাপ্ত ফল বলছে, আলাস্কায় ৪৭ শতাংশ ভোট গণনায় ট্রাম্প পেয়েছেন এক লাখ ৮ হাজার ২৩১ ভোট। আর বাইডেন পেয়েছেন ৫৬ হাজার ৮৪৯ ভোট।
পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে ইলেক্টোরাল কলেজ ভোট ২০টি। ফল ঝুলে থাকা অঙ্গরাজ্যগুলোর মধ্যে এখানেই ইলেক্টোরাল ভোটের সংখ্যা সবচেয়ে বেশি। সিএনএনের সর্বশেষ তথ্য বলছে, ৯৫ শতাংশ ভোট গণনায় এখানে ট্রাম্প প্রতিদ্বন্দ্বী বাইডেনের চেয়ে ১৮ হাজার ৪৯ ভোটে এগিয়ে আছেন। ট্রাম্প পেয়েছেন ৩২ লাখ ৮৫ হাজার ৯৫৭ ভোট আর বাইডেন পেয়েছেন ৩২ লাখ ৬৭হাজার ৯০৮ ভোট। পেনসিলভানিয়া রিপাবলিকানদের দীর্ঘদিনে ঘাঁটি বলে বিবেচিত হলেও এবার বাইডেনের কাছে চরম প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছেন ট্রাম্প।
জর্জিয়া অঙ্গরাজ্যকেও রিপাবলিকান ঘাঁটি বলা হয়ে থাকে। এখানে আছে ১৬টি ইলেক্টোরাল কলেজ ভোট। সিএনএনের সর্বশেষ তথ্য হলো, এখানে ৯৯ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে। এই অঙ্গরাজ্যে বাইডেন এক হাজার ৯৭ ভোটে এগিয়ে আছেন ট্রাম্পের চেয়ে। বাইডেন পেয়েছেন ২৪ লাখ ৪৯ হাজার ৫৮২ ভোট আর ট্রাম্প পেয়েছেন ২৪ লাখ ৪৮ হাজার ৪৮৫ভোট। নেভাদায় বাইডেন এগিয়ে আছেন জো বাইডেন। এখানে ইলেক্টোরাল কলেজ ভোট ৬টি। ৮৯ শতাংশ ভোট গণনা শেষে দেখা গেছে বাইডেন পেয়েছেন ৬ লাখ ৪ হাজার ২৫১ ভোট। আর ট্রাম্প পেয়েছেন ৫ লাখ ৯২ হাজার ৮১৩ভোট। এখানে ১১ হাজার ৪৩২ ভোটে এগিয়ে আছেন বাইডেন।
অ্যারিজোনা অঙ্গরাজ্যে ইলেক্টোরাল ভোটের সংখ্যা ১১টি। ৯০ শতাংশ ভোট গণনা শেষে দেখা গেছে বাইডেন এগিয়ে আছেন। বাইডেন পেয়েছেন ১৫ লাখ ৩২ হাজার ৬২ ভোট আর ট্রাম্প পেয়েছেন ১৪ লাখ ৮৫ হাজার ১০ ভোট। এখানে ৪৭ হাজার ৫২ ভোটে এগিয়ে আছেন বাইডেন। কোনো কোনো গণমাধ্যম অবশ্য এখানে বাইডেন জিতেছেন বলে খবর প্রকাশ করেছে।
নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে ইলেক্টোরাল ভোটের সংখ্যা ১৫টি। ৯৫ শতাংশ ভোট গণনা শেষে ট্রাম্প এগিয়ে রয়েছেন। ট্রাম্প পেয়েছেন ২৭ লাখ ৩২ হাজার ১২০ ভোট আর বাইডেন পেয়েছেন ২৬ লাখ ৫৫ হাজার ৩৮৩ ভোট। এই হিসাবে ট্রাম্প এগিয়ে আছেন ৭৬ হাজার ৭৩৭ ভোটে।