নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান বলেন ভিসানীতি দুই দেশের (যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ) সরকারের বিষয়। সাংবিধানিকভাবে আমাদের নির্বাচন কমিশনের যে দায়িত্ব সেটি আমরা পালন করে যাব।
সি আহসান হাবিব বলেন, ভিসানীতি যে দেশ ঘোষণা করেছে, এটি সে দেশের এবং যে দেশের উপর দেওয়া হচ্ছে সে দেশের সরকারের বিষয়। আপনারা (সাংবাদিকরা) দেখবেন আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছি কি না। আমাদের কাজগুলো শতভাগ করতে পারছি কি না, সেগুলোই আপনারা দেখবেন।
এর আগে, গত ২৪ মে বাংলাদেশের জন্য নতুন ভিসানীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। এরপর গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ভিসা নিষেধাজ্ঞা আরোপ শুরুর ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৯ জানুয়ারি চলতি একাদশ জাতীয় সংসদের মেয়াদ পূর্ণ হবে। মেয়াদ পূর্ণ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে পরবর্তী নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। অর্থাৎ আগামী ১ নভেম্বর থেকে ২৯ জানুয়ারির মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। এখনও পর্যন্ত সংবিধান অনুযায়ী দলীয় সরকারের অধীনেই নির্বাচন করতে অনড় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।