ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৪৭০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে ১ লাখ ২২ হাজার ১১১ কোভিড রোগীর মৃত্যু হলো।
এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৯৬৪ জন। এখন পর্যন্ত দেশটিতে ৮১ লাখ ৮৪ হাজার ৮৩ জন করোনায় সংক্রমিত হয়েছেন।
এখনও পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৭৪ লাখ ৯১ হাজার ৫১৩ জন। ফলে এ মুহূর্তে ভারতে সংক্রিয় কোভিড রোগীর সংখ্যা ৫ লাখ ৭০ হাজার ৪৫৮ জন।
রোববার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বুলেটিনে করোনা সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানানো হয়েছে।
আক্রান্ত বিবেচনায় দেশটির মহারাষ্ট্র রাজ্য শীর্ষে রয়েছে। ওই রাজ্যে মোট ১৬ লাখ ৭৮ হাজার ৪০৬ জন করোনা আক্রান্ত হয়েছে। এখনও পর্যন্ত ৪৩ হাজার ৯১১ জন রোগীর মৃত্যু হয়েছে।
কর্নাটকে আক্রান্ত হয়েছে ৮ লাখ ২৩ হাজার ৪১২ জন, অন্ধ্রপ্রদেশে ৮ লাখ ২৩ হাজার ৩৩৮, তামিলনাড়ুতে ৭ লাখ ২৪ হাজার ৫২২, উত্তরপ্রদেশে ৪ লাখ ৮১ হাজার ৮৬৩ এবং কেরালায় ৪ লাখ ৩৩ হাজার ১০৫ জন শনাক্ত হয়েছেন।
এ ছাড়া পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা ৩ লাখ ৭৩ হাজার ৬৬৪ জন। সূত্র: এএনআই