অসহায় মানুষদের পাশে দাঁড়াতে বরাবরই আগ্রহী মুশফিকুর রহিম। জাতীয় দলের এ ক্রিকেটার এবার জানিয়েছেন নিজের স্বপ্নের কথা। অসহায় মানুষদের জন্য বিনামূল্যে হাসপাতাল গড়তে চান মিস্টার ডিপেন্ডেবল।
সম্প্রতি দেশের এক জাতীয় দৈনিকে দেয়া সাক্ষাৎকারে নিজের স্বপ্নের কথা জানান মুশফিক। শুধু হাসপাতালই নয়, এর পাশাপাশি বগুড়ায় কিছু দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে মাসিক ভিত্তিতে সাহায্য করার চেষ্টাও করছেন তিনি। এছাড়া বগুড়ায় একটি উন্নত মানের ক্রিকেট একাডেমি করার পরিকল্পনা রয়েছে তার।
এ ব্যাপারে মুশফিক বলেন, আমার ইচ্ছে একটা হাসপাতাল করব। সেখানে বিনা মূল্যে চিকিৎসা করা হবে, এটাই আমার মূল লক্ষ্য। এ ছাড়া ফাউন্ডেশনের অধীনে আমার জেলা বগুড়ায় একটা ক্রিকেট একাডেমি করার পরিকল্পনা আছে। বর্তমানে আমরা শিক্ষা নিয়ে কাজ করছি।নিজের নামে গড়ে তোলা ফাউন্ডেশনকে আরো বড় পরিসরে পুরো বাংলাদেশে ছড়িয়ে দিতে চান মুশফিক। তিনি আরো বলেন, বগুড়ায় কিছু দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে আমরা ৮-১০ বছর যাবৎ মাসিক বৃত্তি দিয়ে সাহায্য করার চেষ্টা করছি। আমরা এটা আরো বড় পরিসরে করতে চাচ্ছি। বগুড়া থেকে যেন এটা পুরো বাংলাদেশে ছড়িয়ে দিতে পারি।
আরও পড়ুন=গতকাল রাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। গতকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।বিমানবন্দরে সাকিবকে স্বাগত জানাতে তার ভক্ত-সমর্থকরা জড়ো হন। বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি গণমাধ্যমে কথাও বলেন। সাকিব বলেন, ‘দেশের ফেরাটা এবার ব্যতিক্রম। মাথার ওপর থাকা চাপ ছেড়ে আসতে পারলাম।’ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে বঙ্গবন্ধু কর্পোরেট লিগ হবে প্রস্তুতির আদর্শ মঞ্চ। এই আসরেই আন্তর্জাতিক সিরিজের জন্য পুরোপুরি ফিট হবার কথাও জানান সাকিব।
তিনি বলেন, ‘এবার দেশে এসেছি একটা নির্ভারতা নিয়ে। আগেরবার তেমন রিলিফ ছিলাম না। চেষ্টা থাকবে প্রতিদিন যেনো উন্নতি করতে পারি। নিজের জায়গা থেকে নিজের সেরা পারফরম্যান্সটাকে যেনো ছাড়িয়ে দিতে পারি সেই চেষ্টাই থাকবে।’উল্লেখ্য গত ২৯ অক্টোবর নিষেধাজ্ঞামুক্ত হয়েছেন সাকিব আল হাসান। বাজিকরদের কাছ থেকে অফার পেয়ে তা গ্রহণ না করলেও, সেটা নিজ বোর্ড কিংবা আইসিসির কাছে না জানানোর অপরাধে এক বছরের নিষেধাজ্ঞা ভোগ করতে হয়েছে চ্যাম্পিয়ন অলরাউন্ডারকে।