আজ প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘ভোটের ১০ মিনিট পর ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ফল বিপর্যয় ঘটানো হয় বলে অনেকেই প্রশ্ন তোলে। কিন্তু সেটা সম্ভব নয়। আমি ইভিএম পরীক্ষা করে দেখেছি, আইনস্টাইন (বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন) এলেও ফল পরিবর্তন করা সম্ভব নয়।’
আজ রবিবার ২৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় পাবনার ঈশ্বরদীতে ‘নির্বাচনে আধুনিক প্রযুক্তির ব্যবহার: চ্যালেঞ্জসমূহ এবং উত্তরণের উপায়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় সিইসি বলেন, ‘রাজনৈতিক নেতৃত্বের মধ্যে বোঝাপড়ায় ফাঁক থাকলে, নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা না থাকলে, সে নির্বাচন প্রত্যাশিত মাত্রায় অংশগ্রহণমূলক বলা যাবে না। সে নির্বাচন নিয়ে বিতর্কের সৃষ্টি হতে পারে।’
তিনি আরও বলেন, ‘আমরা স্বস্তিদায়ক এবং সহজভাবে নির্বাচন আয়োজন করতে চাই। সে জন্য আমরা প্রত্যাশা করি, দেশের বড় রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনে অংশগ্রহণ করে, তাদের মধ্যে মোটা দাগে বোঝাপড়া থাকে তাহলে ভালো নির্বাচন উপহার দিতে পারবো। আমরা সেই আস্থা এখনও রেখে যাচ্ছি।’
এদিকে রাজনৈতিক দ্বন্দ্ব বিভেদ ভুলে সব দলকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘রাজনৈতিক নেতৃত্বের মধ্যে যদি কোনও বোঝাপড়ার গ্যাপ থাকে তাহলে আলোচনার মাধ্যমে সমাধান করুন। সবার সহযোগিতায় সব রাজনৈতিক দলের অংশগ্রহণে জনগণের কাছে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চেষ্টা করবো।’