এক স’ন্তানের জননী পুত্রবধূকে (২০) ধ”ণের অ’ভিযোগে শ্বশুরের বি’রুদ্ধে গতকাল সোমবার তারাকান্দা থানায় মা’মলা হয়েছে। বৃহস্পতিবার রাতে তারাকান্দা উপজে’লার পিঠাসুতা গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে,
পিঠাসুতা গ্রামের ওই গৃ’হবধূর স্বামী স্থানীয় স’মিলের শ্র’মিক এবং তিনি বাক প্রতিব’ন্ধী।সারাদিন ও গভীর রাত পর্যন্ত কাজে ব্যস্ত থাকার সুযোগে তার পিতা এবং গৃ’হবধূর শ্বশুর রহুল আমিন (৫৫) গত বৃহস্পতিবার রাতে ঘরে
ঢুকে ধ”ণ করেন। গতকাল সোমবার রাতে ধ’র্ষিতা গৃ’হবধূ বা’দী হয়ে শ্বশুর রুহুল আমিনের বি’রুদ্ধে ধ”ণের অ’ভিযোগে মা’মলা দা’য়ের করেন।এদিকে এই টুর্নামেন্টির দল তৈরিতে করা হবে প্লেয়ার ড্রাফট। প্রাথমিকভাবে ১১৩ জন আছেন এই তালিকায়।
ড্রাফট উঠবে মোট ৮৫ জন ক্রিকেটারের নাম। ৫ দল মিলিয়ে সম্ভবত ৭৫ জন ক্রিকেটার দল পাবেন। তবে তার আগে ফিটনেস টেস্টে উতরাতে হবে ক্রিকেটারদের।তারাকান্দা থানার অফিসার ই’নচার্জ (ওসি) আবুল খায়ের জানান, ধ’র্ষিতার লিখিত অ’ভিযোগ পেয়েছি। আ’সামি গ্রে’প্তারের চেষ্টা চলছে।
আরও পড়ুন=অসহায় মানুষদের পাশে দাঁড়াতে বরাবরই আগ্রহী মুশফিকুর রহিম। জাতীয় দলের এ ক্রিকেটার এবার জানিয়েছেন নিজের স্বপ্নের কথা। অসহায় মানুষদের জন্য বিনামূল্যে হাসপাতাল গড়তে চান মিস্টার ডিপেন্ডেবল।সম্প্রতি দেশের এক জাতীয় দৈনিকে দেয়া সাক্ষাৎকারে নিজের স্বপ্নের কথা জানান মুশফিক। শুধু হাসপাতালই নয়, এর পাশাপাশি বগুড়ায় কিছু দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে মাসিক ভিত্তিতে সাহায্য করার চেষ্টাও করছেন তিনি। এছাড়া বগুড়ায় একটি উন্নত মানের ক্রিকেট একাডেমি করার পরিকল্পনা রয়েছে তার।
এ ব্যাপারে মুশফিক বলেন, আমার ইচ্ছে একটা হাসপাতাল করব। সেখানে বিনা মূল্যে চিকিৎসা করা হবে, এটাই আমার মূল লক্ষ্য। এ ছাড়া ফাউন্ডেশনের অধীনে আমার জেলা বগুড়ায় একটা ক্রিকেট একাডেমি করার পরিকল্পনা আছে। বর্তমানে আমরা শিক্ষা নিয়ে কাজ করছি।নিজের নামে গড়ে তোলা ফাউন্ডেশনকে আরো বড় পরিসরে পুরো বাংলাদেশে ছড়িয়ে দিতে চান মুশফিক। তিনি আরো বলেন, বগুড়ায় কিছু দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে আমরা ৮-১০ বছর যাবৎ মাসিক বৃত্তি দিয়ে সাহায্য করার চেষ্টা করছি। আমরা এটা আরো বড় পরিসরে করতে চাচ্ছি। বগুড়া থেকে যেন এটা পুরো বাংলাদেশে ছড়িয়ে দিতে পারি।