নোয়াখালীর বেগমগঞ্জে বাসায় একা পেয়ে আপন মামিকে ধ”ণের ঘটনায় ভাগ্নেকে আ’টক করে কা’রাগারে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে চৌমুহনী পৌরসভার হাজীপুর এলাকা থেকে তাকে আ’টক করে পুলিশ। পরে দুপুর ১টায় আ’টক আ’সামিকে গ্রে’প্তার





দেখিয়ে বিচারিক আ’দালতের মাধ্যমে কা’রাগারে পাঠানো হয়েছে। অ’ভিযুক্ত নাজমুল আলম সোহান (১৬) সোনাইমুড়ীর কাইয়া গ্রামের পাটোয়ারী বাড়ির প্রবাসী মো. মোরশেদ আলমের ছেলে এবং চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র । তবে তারা দীর্ঘদিন থেকে চৌমুহনী পৌরসভার ৮নং ওয়ার্ডের হাজীপুর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছে।





জানা যায়, নি’র্যাতিতা গৃ’হবধূ গত বছরের (৪ ডিসেম্বর) বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার ৮নং ওয়ার্ডের হাজীপুর এলাকার আলাউদ্দিন ভিলার চতুর্থ তলায় বড় ননদের ভাড়া বাসায় বেড়াতে আসেন। ওই সময় অ’ভিযুক্ত সোহান তাকে বাসায় একা পেয়ে ধ”ণ করলে সে অন্তঃস্বত্ত্বা হয়ে পড়ে। মঙ্গলবার সকালে ভু’ক্তভোগী গৃ’হবধূ





এক মাসের এক কন্যা শি’শু কোলে নিয়ে বেগমগঞ্জ থানায় এসে অ’ভিযুক্ত ভাগ্নেকে ওই শি’শুর পিতা দাবি করলে পুলিশ এ ঘটনায় সোহানকে আ’টক করে ব্যাপক জি’জ্ঞাসাবাদ করে। পরে ওই গৃ’হবধূ অ’ভিযুক্ত সোহানের বি’রুদ্ধে নারী ও শি’শু নি’র্যাতন দ’মন আইনে





মা’মলা দা’য়ের করেন। অ’ভিযুক্ত সোহান নির্যাতি গৃ’হবধূর আপন বড় ননদের ছেলে। বেগমগঞ্জ থানার পরিদর্শক (ত’দন্ত) রুহুল আমিন জানান, ভু’ক্তভোগী গৃ’হবধূর মা’মলার আলোকে আ’সামি বিচারিক আ’দালতের মাধ্যমে কা’রাগারে পাঠানো হয়েছে।




