মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ৫৫ ইলেকটোরাল ভোটের ক্যালিফোর্নিয়ায়ও জয়ী হয়েছেন ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেন। এই জয় বাইডেনকে প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে রেখেছে। খবর রয়টার্স’র। এদিকে মার্কিন নির্বাচনে গুরুত্বপূর্ণ লড়াইয়ের ক্ষেত্র ফ্লোরিডায় ডেমোক্র্যাটদলীয় প্রার্থী জো বাইডেনের চেয়ে এগিয়ে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।এখন নর্থ ক্যারোলাইনাসহ অন্যান্য সুইং রাজ্যগুলোর ফলের ওপর নির্ভর করছে কে হচ্ছেন পরবর্তী প্রেসিডেন্ট? মঙ্গলবার ভোটগ্রহণ শেষে নির্বাচনের ফল আসতে শুরু করেছে।
মার্কিন নাগরিকরা নির্বাচনের ফলের অপেক্ষায় আছেন। এখন পর্যন্ত জো বাইডেন ২০৯টি ইলেকটোরাল ভোট পেয়েছেন। আর ট্রাম্প পেয়েছেন ১১৬টি। ইন্ডিয়ানা, কেন্টাকি, মিসৌরি, ওকলাহোমা ও টেনিসিসহ ১৭ রাজ্যে জয়ী হয়েছেন ট্রাম্প।২০১৬ সালের নির্বাচনেও তিনি এসব রাজ্যে জয়ী হয়েছিলেন। আর বাইডেন জয়ী হয়েছেন ১৬ রাজ্যে। যার মধ্যে ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক ও রাজধানী ওয়াশিংটনও রয়েছে। এর আগের নির্বাচনে ডেমোক্র্যাটদলীয় প্রার্থী হিলারি ক্লিনটন এসব আসনে জয়ী হয়েছিলেন। প্রেসিডেন্ট হিসেবে জয়ী হতে হলে প্রার্থীকে ২৭০টি ইলেক্টোরাল ভোট পেতে হবে।
আরও পড়ুনঃমার্কিন নির্বাচনে বেশ কয়েকটি রাজ্যের ফলাফলে ট্রাম্প ও বাইডেনের মধ্যে তুমুল প্রতিযোগিতা দেখা যাচ্ছে। ফ্লোরিডায় নেতৃত্ব দিচ্ছেন ট্রাম্প আবার তবে জর্জিয়া,পেনসিলভেনিয়া, উইসকনসিন, মিশিগান, অ্যারিজোনা, ওহিও, টেক্সাস এবং নর্থ ক্যারোলাইনায় কি হবে বলা যাচ্ছে না নির্বাচনের আগেই ১০ কোটিরও বেশি মানুষ আগাম ভোট দিয়েছেন। কংগ্রেসের নিয়ন্ত্রণও ঝুঁকির মধ্যে রয়েছে। পাশাপাশি হোয়াইট হাউস, রিপাবলিকানরা সিনেটের সংখ্যাগরিষ্ঠতা প্রত্যাশা করছেন। অন্যদিকে প্রতিনিধি পরিষদ ডেমোক্র্যাটদের হাতে থাকবে বলে আশা করা হচ্ছে।
পেনসিলভেনিয়া, মিশিগান, উইসকনসিন এবং ওহিওর পরিস্থিতি দেখে ধারণা করা হচ্ছে তারা যে কোন পথেই যেতে পারে। এদিকে টেক্সাসে বাইডেনের জয় রাজনীতিতে ভূমিকম্প বলে উল্লেখ করা হচ্ছে। জর্জিয়া ও ক্যারোলাইনা এই দুইটি ঝুঁকিজনক সুইং স্টেটে গণনা চলছে। তবে ট্রাম্পে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসতে চাইলে পেনসেলভেনিয়া ও ফ্লোরিডায় অবশ্যই জিততে হবে।
বিবিসির পরিকল্পনা অনুযায়ী ট্রাম্প আলাবামা, ইন্ডিয়ানা, নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা, কেনটাকি, টেনেসি, ওকলাহোমা, আরকানসাস এবং পশ্চিম ভার্জিনিয়ায় প্রত্যাশিতভাবে তার জয় ধরে রাখবেন।অপরদিকে বাইডেন নিউ ইয়র্ক, কলোরাডো, ভার্মন্ট, মেরিল্যান্ড, ম্যাসাচুসেটস, নিউ জার্সি এবং ওয়াশিংটন ডিসির পাশাপাশি তার নিজের এলাকা ডেলাওয়্যারকে আধিপত্য বজায় রাখবে বলে মনে করা হচ্ছে।
সিবিএস নিউজ বলছে, দক্ষিণ ক্যারোলিনা, নেব্রাস্কা, ক্যানসাস, লুইসিয়ানা এবং ওয়াইমিং ট্রাম্পের পথে ঝুঁকছে। অন্যদিকে মিনেসোটা, নিউ মেক্সিকো, মেইন, কানেকটিকাট, ইলিনয়, রোড আইল্যান্ড এবং নিউ হ্যাম্পশায়ার বাইডেনের পক্ষে। ২০১৬ সালে মিনেসোটায় খুব অল্প ব্যবধানে হেরে যান ট্রাম্প।