ভারতের বিখ্যাত চলচিত্র অভিনেতা মিঠুন চক্রবর্তী।‘ডিস্কো ডান্সার’ মিঠুনের তালে এক সময় পুরো দেশ নেচেছেন। তবে বাস্তব জীবনে তিনি কার কথায় নাচেন সে কথা হয়তো অনেকেই জানেন। স্ত্রী যোগিতা বালিকে সবসময় সম্মান ও সংকোচের চোখে দেখেন। এ কথা একাধিকবার জানিয়েছেন অভিনেতা।সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মিঠুন এর আগে জানিয়েছিলেন স্ত্রী
তাকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। কিন্তু এবার আরও বেফাঁস মন্তব্য করলেন। জানালেন, স্ত্রীর হাতে নাকি প্রতিদিন মার খেতে হয় তাকে! ‘ডান্স বাংলা ডান্স’-এর মঞ্চে আপাতত বিচারক হিসেবে রয়েছেন মিঠুন। অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে রয়েছেন টালিউড অভিনেতা অঙ্কুশ। দু’জনের মধ্যে বেশ খুনসুটি হয়ে থাকে অনুষ্ঠানে। সম্প্রতি চ্যানেলের ইনস্টাগ্রাম পেজে অনুষ্ঠানের একটি ভিডিও পোস্ট
করা হয়।ভিডিওতে দেখা যায় অভিনেতা অঙ্কুশ এক ছোট প্রতিযোগীকে বলছেন, ‘ওই যে (মিঠুন চক্রবর্তী) ব্যক্তিকে দেখছিস, সে বউয়ের হাতে সারাদিন মারা খায়।’ অভিনেতার অভিযোগের জবাবে মিঠুন বলেন, ‘আমি গর্বিত, আমি মার খাই। কারণ এটা যখন প্রচার হবে, আমি যদি বলি আমি মার খাই না, তাহলে যে ধোলাইটা হবে তা তুই (অঙ্কুশ) খাবি?’মিঠুনের এ কথায় হাসি থামিয়ে রাখতে পারেননি অভিনেত্রী
শুভশ্রী, শ্রাবন্তী, মৌনিরা। তখন মুচকি হাসিতে অঙ্কুশ বলেন, ‘সৎ মানুষ’। এরপরই বিচারক মিঠুন দর্শক সারিতে বসা এক ব্যক্তির উদ্দেশে বলেন, ‘ও দাদা, আপনিও আমার দলে। দু’জনেই মার খাই।’সকল গর্বিত পুরুষরা বউয়ের হাতে মার খায়, এ বার্তা দিয়ে মিঠুন বলেন, ‘এটা যদি মনে রাখতে পারেন তাহলে জীবনে কষ্ট পাবেন না। সুপার স্টার হওয়ার পর একবার পাঙ্গা নিয়ে ভুল করেছিলাম।
’উল্লেখ্য, মিঠুন যখন হিন্দি ইন্ডাস্ট্রিতে অভিষেক করেন, তখন তাকে একপ্রকার গড়ে তুলেছিলেন যোগিতা বালি। ইন্ডাস্ট্রিতে অনেক অভিজ্ঞ ছিলেন যোগিতা। তার আরও একটি পরিচয় রয়েছে। তিনি কিশোর কুমারের সাবেক স্ত্রী। ১৯৭৮ সালে কিশোরের সঙ্গে ডিভোর্সের পরের বছর মিঠুনকে বিয়ে করেন। তারপর থেকে একসঙ্গেই রয়েছেন এই জুটি।