একের পর এক নাটকীয়তার পর অবশেষে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। মোট ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে ২৮৪ পেয়ে জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। অন্যদিকে ট্রাম্প পেয়েছেন ২১৪ টি ইলেকটোরাল ভোট।
নির্বাচিত হওয়ার পর বাইডেন বলেছেন, ‘অভূতপূর্ব বাধার মুখে রেকর্ড সংখ্যক আমেরিকান ভোট দিয়েছে। আবারও প্রমাণ হয়েছে, আমেরিকার অন্তরের গহীনে রয়েছে গণতন্ত্রের স্পন্দন। আমেরিকান জনগণ বিশ্বাস করে আমাকে এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে যে দায়িত্ব দিয়েছে তাতে আমি আপ্লুত এবং সম্মানিত।’
তিনি আরও বলেন, ‘প্রচার শেষ হয়ে যাওয়ার মধ্য দিয়ে ক্ষোভ এবং তিক্ত বক্তব্যকে পেছনে ফেলে দেওয়ার এবং জাতি হিসেবে ঐক্যবদ্ধ হওয়ার সময় চলে এসেছে’।বাইডেন বলেন, এটা আমেরিকাকে ঐক্যবদ্ধ করার এবং ক্ষতি নিরসন করার সময়। তিনি বলেন, ‘আমরা ইউনাউটেড স্টেটস অব আমেরিকা। আমরা ঐক্যবদ্ধ হলে এমন কিছু নেই যা করতে পারি না।’
তবে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভিত্তিহীনভাবে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে জয়ী ঘোষণা করা হয়েছে। ফলাফল প্রত্যাখ্যান করে আইনি লড়াইয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প।ট্রাম্প বলেন, ‘আমরা সবাই জানি কেন জো বাইডেনকে দ্রুত ভিত্তিহীনভাবে
জয়ী ঘোষণা করা হচ্ছে, আর তার মিডিয়া মিত্ররা তাকে জোরালোভাবে সহায়তা করছে: তারা চায় না সত্য উন্মোচিত হোক। সাধারণ ঘটনা হলো এই নির্বাচন শেষ হওয়ার অনেক বাকি।’