দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল। সম্প্রতি গৌতম কিসলুকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন তিনি। বিয়ের পর স্বামীর সঙ্গে এখন মালদ্বীপের কনরাড দ্বীপে হানিমুন করছেন কাজল। রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম প্রোফাইলে কিছু ছবি আপলোড করেছেন এই অভিনেত্রী।
গৌতম ও কাজলের ইনস্টাগ্রাম পোস্ট থেকে জানা যায়, মালদ্বীপে রাঙ্গালি আইল্যান্ড রিসোর্টে তারা অবস্থান করছেন। এ হোটেলটি রাঙ্গালি দ্বীপের পানির নিচে অবস্থিত। সমুদ্র ভূ-পৃষ্ঠের প্রায় ১৬ ফুট নিচে কনরাড মালদ্বীপ রাঙ্গালি আইল্যান্ড হোটেলের ভেতরে রয়েছে কাঁচে ঘেরা একটি রেস্তোরাঁ।
যেখানে বসে সামুদ্রিক প্রাণীদের চলাফেরা করতে দেখা যায়। এই হোটেলে এক রাত থাকতে খরচ করতে হয় প্রায় ৫০ হাজার ডলার, যা বাংলাদেশি টাকায় ৩৩ লাখেরও বেশি। কাজলের ইনস্টাগ্রামের একটি ছবিতে দেখা যায়, লাল বিচ গাউনে তাকে জড়িয়ে রেখেছেন স্বামী গৌতম। ক্যাপশনে লেখা, ‘সুন্দর তুমি’।
আরও পড়ুন=করো’নাভাই’রাসের কারণে তারকারা শুটিংয়ে ফিরতে চাচ্ছেন না। শুটিংয়ে কেউ কেউ ফিরলেও এখনো ফেরেননি অভিনয় শিল্পীদের অনেকেই। এরমধ্যে আছেন সময়ের ব্যস্ত তারকা তানজিন তিশা। গত ১৮ মার্চ থেকে ঘরেই সময় কাটাচ্ছেন তিনি। তবে এই করো’নাকালে অলস সময় কাটাচ্ছেন না তানজিন তিশা।
এই সময়টাকে কাজে লাগাচ্ছেন নিজের বিশেষ একটি ইচ্ছে পূরণ করতে। করো’নার মধ্যে এক নতুন উদ্যোগ নিয়েছে এই অভিনেত্রী। গত এপ্রিল মাসে নিজের নামে একটি ইউটিউব চ্যানেল খুলেছেন তিনি। এখন এই চ্যানেলটিকে সামনে এগিয়ে নিতে নতুন নতুন ভিডিও বানাচ্ছেন ঘরে বসেই।
তানজিন তিশা বলেন, এখন ছোট ছোট ভিডিও বানিয়ে চ্যানেলে প্রকাশ করছি। নতুন চ্যানেল হিসেবে ভালো সাড়া পাচ্ছি। করো’নার সং’কট কাটলে বড় পরিসরে আরও অনেক ভিডিও প্রকাশ করতে চাই। যেহেতু এখন অভিনয় করা সম্ভব হচ্ছে না, তাই সময়গুলো নিজের ইচ্ছে পূরণের কাজে লাগাচ্ছি।