সালমান মুক্তাদির বাংলাদেশের একজন জনপ্রিয় ইউটিউবার এবং অভিনেতা। বর্তমানে টেলিভিশনে তার উপস্থিতি খুবই কম। এখন অভিনয়ের চেয়ে অন্যান্য কার্যক্রমের জন্যই বেশি আলোচনায় তিনি। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে সালমান মুক্তাদির লিখেছেন, ‘পোলাপান শোক দিবস আর সুখ দিবস মিলিয়ে ফেলেছে। কি একটা অবস্থা!’
তার এমন স্ট্যাটাসে রসিকতায় মজেছেন নেটিজেনরা। মাত্র তিন ঘণ্টায় সালমানের স্ট্যাটাসে ৪২ হাজারের বেশি প্রতিক্রিয়া ও প্রায় তিন হাজার মন্তব্য জমা পড়েছে। এছাড়াও প্রায় তিন হাজার নেটিজেন তার পোস্টটি শেয়ার করেছেন। পোস্টের কমেন্টবক্সে একজন লিখেছেন, ‘আমার সারা বছরই শোক দিবস, সুখ দিবস কপালে নেই।’
আরেকজন লিখেছেন, ‘অন্যের সুখে এত হিংসা কেন ভাই?’ অন্যজন লেখেন, ‘ভাইয়া (সালমান) আপনি কি কাজ করলেন আজকে, জানতে পারি? আপনার মহৎ কাজটার কথা শুনে পরবর্তীতে করার চেষ্টা করব।’ তবে নেটিজেনদের একজন সালমানের স্ট্যাটাসে ভুল তথ্যের সংশোধন করে লিখেছেন, ‘ওটা মাতৃভাষা দিবস হবে, শোক দিবস তো ১৫ আগস্ট।’