জীবনে কো’নোদিন বিমা’নে চড়েনি। তবে তার স্বপ্ন ছিল পাইলট হবেন। না হতে পারার সেই ক’ষ্ট নিয়ে স্বা’মী এবং পরিবা’রের সঙ্গে বিমানে চড়েন ‘তিতলি’। হুট করে’ই পাইল’ট হার্ট অ্যা’টা’ক করেন! কোনো সহ’কারি পাইল’টও বিমান চা’লা’তে পার’ছেন না।বি’মানের সব
যা’ত্রী আ’তংকিত হয়ে পড়েন। এমন সময়ই ওড়না জড়িয়ে, কোম’র বাঁধল তি’তলি! কো’নো’দিন বিমা’নেই ও’ঠেনি তো কী’ হয়েছে, অ’নায়াসে’ বসে প’ড়লেন পাই’লটে’র আ’সনে! কেউ তাকে বা’ধাও দিল না।
এমনই ‘হা’স্যক’র’ কা’ণ্ড দেখা গেল স্টার জল’সার জনপ্রি’য় সিরি’য়াল ‘তিতলি’-তে। একেই বোধ হয় বলে, গ’ল্পের গরু গাছে চড়া!এখানেই চ’ম’কের শেষ নয়। কানে না শু’নতে পাওয়া তিতলি তার স্বামী’কে বলল ক’ন্ট্রোল রু’মের নি’র্দেশ তাকে জানাতে। তারপর হু’টহা’ট করে নানা’রকম বাটন প্রেস করতে শুরু করল সে। কোনো প্রথাগত শিক্ষা ছাড়াই যেন আকাশে উড়ল বিমান!এ অ’তিরঞ্জিত দৃশ্য দেখে হেসে কু’টিপা’টি নেটি’জেনরা। ফে’সবুকে’ই রীতি’মতো
ট্রোল করা হচ্ছে সি’রিয়া’লের নি’র্মা’তাদের নিয়ে। কেউ লিখেছেন, ‘কত দা’মের গাঁ’জা’ খান আপনারা।’ কেউ আবার লিখে’ছেন, ‘তিতলি ট্রা’ম্প’কেও জিতি’য়ে আনতে পারবে।’এর আগে অ’পারে’শন থিয়ে’টারে রোগীকে বাঁ’চাতে বাথরুম ফ্লোর স্ক্রাব ব্যবহার করার দৃশ্য দে’খিয়ে হা’সির খোরাক হয়ে’ছিল জি বাংলার সি’রিয়া’ল কৃ’ষ্ণক’লি। এবার সেই দলে ‘তি’তলি’!
আরও পড়ুন=আবারও বাড়ানো হয়েছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি। এর আগে দেয়া ঘোষণা অনুযায়ী দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছুটি বিদ্যমান ছিল নভেম্বরের ১৪ তারিখ পর্যন্ত। তবে সেই ছুটি বাড়ানোর ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী দিপু মনি।১২ নভেম্বর এক ভার্চুয়াল ব্রিফিংয়ে চলমান ছুটি আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য জনসংযযোগ কর্মকর্তা আবুল খায়েরের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর কথা জানানো হয়েছে।এর আগে গত গত ২৯ অক্টোবর এক ভার্চুয়াল ব্রিফিংয়ে
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর ঘোষণা দিয়েছেনিলেন শিক্ষামন্ত্রী দিপু মনি। যে ছুটি ছিল নভেম্বরের ১৪ তারিখ পর্যন্ত।প্রসঙ্গত, গত ১৭ মার্চের পর থেকেই দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেয়া হয় সরকারের পক্ষ থেকে। এরপর বেশ কয়েক দফা বর্ধিত করা হয় এই ছুটি। প্রাথমিকের ক্লাস চালু রাখার জন্য টেলিভিশন এবং রেডিওতে ক্লাস নেয়া হয়।